আরও নিয়মানুবর্তিতার জন্য নয়া নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া। ফ্লাইটে ওঠার আগে Cabin Crew দের অলঙ্কারের সংখ্যা যতটা সম্ভব কম পরার জন্য নির্দেশ দিল বিমান সংস্থা টাটা এয়ার ইন্ডিয়া। কাস্টমস ক্লিয়ারেন্স যাতে দ্রুত হয় সেজন্য়ই এই নির্দেশ। সার্কুলারে উল্লেখ করা হয়েছে সমস্ত ফ্লাইট যাতে নির্ধারিত সময়ে হয় সেটা নিশ্চিত করা হচ্ছে। কেবিন ক্রুয়ের জন্য যাতে দেরি না হয় সেটা দেখা হচ্ছে। চেক ইন হওয়ার পরেই তাঁদের ইমিগ্রেশনের দিকে যেতে হবে। এয়ার ইন্ডিয়ার নতুন মালিক টাটা গোষ্ঠী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বোর্ডিংয়ের সময় Crewদের কেবিনে হাজির থাকতে হবে। সেই সময় খাওয়া দাওয়া করবেন না। যারা নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য় সুপারভাইজারদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিউটি ফ্রি দোকানে গিয়ে কেনাকাটা না করে, তাদের দায়িত্ব যাতে তারা যথাযথভাবে পালন করেন সেটাও নিশ্চিত করার কথা বলা হয়েছে।পাশাপাশি কেবিল সুপারভাইজারদের জানিয়ে দেওয়া হয়েছে কেবিন ক্রুদের জন্য গেট বন্ধ করতে দেরি হচ্ছে কোনোভাবেই এটা করা যাবে না। এক্ষেত্রে নিয়মের কোনও অন্যথা হলে তা কেবিনে জানাতে হবে। কেন নিয়ম মানা হয়নি তার কারণও জানাতে হবে। উল্লেখ করা হয়েছে নির্দেশে। ওয়াকিবহাল মহলের মতে, এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণ করেছে টাটা। তারপরই এটির হাল ফেরাতে একেবারে তৎপর টাটা সংস্থা।