একটি জমি সংক্রান্ত মামলায় নিজের প্রভাব খাটাচ্ছেন কলকাতা হাই কোর্টের এক মহিলা বিচারপতির স্বামী। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে। এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সংশ্লিষ্ট মামলাটির তদন্তে আপাতত আছে পশ্চিমবঙ্গ সিআইডি। এই আবহে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এলভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ সিআইডিকে 'ভয় না পেয়ে' এই মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিল। বার অ্যান্ড বেঞ্চের একটি রিপোর্ট অনুযায়ী, এক জমি সংক্রান্ত মামলায় এক বিধবা মহিলা এবং তাঁর মেয়ের সঙ্গে বিবাদ শুরু হয়েছে হাই কোর্টের বিচারপতির স্বামীর। জানা গিয়েছে, বিচারপতির স্বামী নিজেও পেশায় আইনজীবী। এই আবহে সুপ্রিম কোর্টে মামলা করেন সেই বিধবা মহিলা এবং তাঁর মেয়ে। এই আবহে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিচারপতির স্বামী যদি এই মামলায় হস্তক্ষেপের চেষ্টা করেন বা প্রভাব খাটাতে চান, তাহলে যেন সিআইডি তা শীর্ষ আদালতকে জানায়। (আরও পড়ুন: 'নিজের আত্মাকে খুঁজে ব🍃ের করুন', বিল সই না করা নিয়ে রাজ্যপালদের বার্তা SC-র)