ব্যাঙ্ক অফ বরোদা। মিডিয়া রিপোর্টে কয়েকদিন ধরেই উঠে আসছিল তারা নাকি কাস্টমারের অ্য়াকাউন্টের তথ্য়ে কিছু কারচুপি করছে। অভিযোগ করা হচ্ছিল ব্যাঙ্কের মোবাইল অ্যাপলিকেশন রেজিস্ট্রেশন যাতে বেশি হয় সেকারণে তারা নানা জনের মোবাইল নম্বর তাদের মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত করিয়ে দিচ্ছে। কিন্তু এবার ব্যাঙ্কের তরফ থেকে সাফাই দিয়ে এনিয়ে বিবৃতি জারি করা হয়েছে। মানি কন্ট্রোলের খবর অনুসারে জানা গিয়েছে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহক ছাড়া অন্য কারোর নম্বর অ্যাপ রেজিস্ট্রেশনের জন্য় ব্যবহার করা হচ্ছে না।ব্যাঙ্ক অফ বরোদার দাবি, কাস্টমারের একটি মোবাইল নম্বর একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্টের মোবাইল অ্য়াপলিকেশনের সঙ্গে সংযুক্ত রাখা উচিত নয়। ব্যাঙ্কের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই পয়েন্টটাকে তোলা হচ্ছে কারণ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নম্বর, গ্রাহক ছাড়া অন্য কারোর নম্বর অ্যাপ রেজিস্ট্রেশনের সঙ্গে সংযুক্ত করাটা ঠিক নয়। কারণ একটি মোবাইল নম্বর সেটা একটি মোবাইল অ্যাপের জন্যই ব্যবহার করা উচিত। কারা মোবাইল অ্য়াপ ডাউনলোড করছেন বা রেজিস্ট্রেশন করছেন তাদের তুলনায় ব্যাঙ্ক সক্রিয় ব্য়বহারকারীদের বেশি টার্গেট করে। ব্য়াঙ্কের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, আমাদের মোবাইল ব্যাঙ্কিং অ্য়াপে ৩ কোটি কাস্টমার রয়েছেন। তাঁরা আমাদের সক্রিয় গ্রাহক। তাঁরা নিয়মিত লেনদেনের সঙ্গে যুক্ত। এদিকে অভিযোগ উঠেছিল ব্যাঙ্কের কর্মী আধিকারিকদের একাংশ ব্যাঙ্কের কাস্টমারের সংখ্য়া বেশি করে দেখানোর জন্য় যার তার নম্বর দিয়ে মোবাইল অ্য়াপের সঙ্গে সংযুক্ত করা হচ্ছিল। তবে সকলের অ্য়াকাউন্টের বিষয়গুলি যাতে সুরক্ষিত থাকে সেব্যাপারে অনুরোধ করা হয়েছে। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ব্যাঙ্ক সেই সমস্ত কাস্টমারদের টার্গেট করে যারা কেবলমাত্র সক্রিয় গ্রাহক। শুধু মাত্র মোবাইল অ্য়াপ ডাউনলোডের উপর ব্যাঙ্ক জোর দেয় না। তবে ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ব্য়াঙ্কের গ্রাহকদের তথ্য যাতে সুরক্ষিত থাকে সেব্যাপারে সবরকম খেয়াল রাখা হচ্ছে। কারোর তথ্য় কোনোরকম কারচুপি বা ফাঁস করা হয়নি বলে ব্যাঙ্কের দাবি।