অমৃত ভারত স্টেশন প্রকল্পে বাংলার ৯৩টি স্টেশন। একেবারে আধুনিক রূপে সাজিয়ে তোলা হবে সেই স্টেশনগুলিকে। বর্ধমান থেকে দিনহাটা, ডানকুনি থেকে সিউড়ি এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নাম থাকছে বাংলার অন্তত ৯৩টি স্টেশন। একেবারে ঝকঝকে তকতকে, আধুনিক রূপে গড়়ে তোলা হবে এই স্টেশনগুলিকে। হাওড়া, শিয়ালদহের মতো বড় স্টেশনকেও এই তালিকায় রাখা হয়েছে। তবে রেলমন্ত্রী সব মিলিয়ে বাংলার ৯৩টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার কথা বলেছেন। তবে বিজেপির করা টুইটে অবশ্য ৯৪টি স্টেশনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।ঠিক কী হতে পারে এই নয়া প্রকল্পের মাধ্যমে?সূত্রের খবর, এই স্টেশনগুলির ক্ষেত্রে ঠিক কোনদিক থেকে ঘাটতি রয়েছে তা খতিয়ে দেখা হবে। সেই অনুসারে সংস্কারের পরিকল্পনা নেওয়া হবে। যাত্রী স্বাচ্ছন্দ্যের উপরও বিশেষ করে নজর দেওয়া হবে। যাত্রী প্রতিক্ষালয়গুলিতে আধুনিকতম পরিষেবা গড়ে তোলা হবে। নানা ধরনের সুযোগ সুবিধা থাকবে সেই স্টেশনগুলিতে। তবে শুধু স্টেশনের উন্নতিই নয়, স্টেশনকেন্দ্রিক ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগও নেওয়া হবে।এই তালিকায় থাকা স্টেশনগুলিকে সর্ব সুবিধাযুক্ত গড়ে তোলা হবে। স্টেশনগুলিকে ৭৬০ থেকে ৮১০ মিলিমিটার পর্যন্ত উঁচু করা হবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। এর সঙ্গে স্টেশন সংলগ্ন এলাকাগুলিকেও উন্নত করা হবে। স্টেশনের সঙ্গে যোগাযোগকারী রাস্তাগুলিকেও প্রয়োজনে চওড়া করা হবে। সেখানে যাতে অবৈধ দখলদাররা না থাকে সেটা দেখা হবে। অবৈধ দখলদারদের সরাতে সবরকম উদ্যোগ নেওয়া হবে। স্টেশন সংলগ্ন এলাকায় বাজারের সুবিধাও গড়ে তোলা হবে। তবে সেই বাজারগুলি যাতে পরিচ্ছন্ন থাকে তার উপর জোর দেওয়া হবে। অন্যদিকে প্রতীক্ষালয়গুলিতে পণ্য বিক্রির জন্য নির্দিষ্ট কাউন্টারও থাকবে। সেই সঙ্গেই সেই প্রতীক্ষালয় সংলগ্ন এলাকাগুলিতে ক্য়াফে থাকবে। প্লাটফর্মজুড়ে হকারদে দাপট কমিয়ে সেটিকে একটি নির্দিষ্ট জায়গায় আনা হবে।স্টেশন চত্বরে পার্কিংয়ের উন্নত ব্যবস্থা গড়ে তোলা হবে। বিশেষভাবে সক্ষম, মহিলা ও বয়স্কদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা থাকবে স্টেশনে। স্টেশন ও সংলগ্ন এলাকায় আলোর পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। স্টেশনের কোথায় কী থাকবে তার দিক নির্দেশ করা থাকবে।এদিকে বিজেপির টুইটে উল্লেখ করা হয়েছে, পশ্চিম বাংলার সার্বিক উন্নয়নে মোদী সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলায় রেলের সার্বিক উন্নয়নে এবার বরাদ্দ আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানা গিয়েছে।এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup