খালিস্তানপন্থী বিচ্ছিনতাবাদী নেতা অমৃতপাল সিং এখনও নিখোঁজ। আর এরই মধ্যে দেশ ছেড়ে পালাতে গিয়ে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে আটক হলেন অমৃতপালের স্ত্রী কিরণ🌳দীপ কউর। জানা গিয়েছে, অমৃতসর বিমানবন্দর থেকে লন্ডনগামী উড়ানে চাপতে গিয়ে ধরা পড়েন কিরণদীপ। আজ দুপুর দেড়টার সময় সেই বিমানটির লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। তবে সেই বিমানে চাপতে পারেননি কিরণদীপ। বর্তমানে অমৃতপালের স্ত্রীকে জেরা করছে শুল্ক দফতরের আধ্কিরিকরা। এর আগে অমৃতপালের খালিস্তানি কার্যকলাপের জন্য অর্থ জোগাড়ের মামলায় জেরা করা হয়েছিল কিরণদীপকে।
এদিকে কিরণদীপ কউর আদতে ব্রিটিশ নাগরিক। তাঁর পাসপোর্টও ব্রিটেনের। এদিকে ভারতের কোথাও কিরণদীপের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এই আবহে কিরণদীপকে আটকে রাখা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ লন্ডনে থাকাকালীন কি🌌রণদীপের খালিস্তানিদের সঙ্গে কোনও য🐽োগ ছিল বলেও তথ্য পায়নি কেন্দ্রীয় সংস্থাগুলি। তবে প্রতিরোধমূলক কারণে আপাতত কিরণদীপকে দেশ ছাড়তে বাধা দিয়েছে ভারতীয় আধিকারিকরা। কিরণদীপ ছাড়াও অমৃতপালের সব আত্মীয়কেই আপাতত দেশে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ এবং গোয়েন্দারা।
প্রসঙ্গত, এবছরই ফেব্রুয়ারিতে কিরণদীপকে বিয়ে করেছিলেন অমৃতপাল। বিয়ের পর পঞ্জাবে চলে আসেন কিরণদীপ। সেখানে অমৃতপালের পৈত্রিক গ্রাম জল্লুপুর খেড়ায় বসবাস করেন কিরণদীপ। এদিকে কিরণদীপের পরিবার জলন্ধর থেকে লন্ডনে গিয়ে বসবাস শুরু করেছিলেন 💙বলে জানা যায়। এদিকে বিগত একমাসেরও বেশি সময় ধরে অ𝔍মৃতপালকে ধরার চেষ্টায় তল্লাশি জারি রেখেছে পঞ্জাব পুলিশ। তবে এখনও পর্যন্ত আইএসআই মদতপুষ্ট এই বিচ্ছিনতাবাদী নেতাকে ধরকে সক্ষম হয়নি সেই রাজ্যের পুলিশ। এই আবহে অমৃতপালের পরিবারের সব সদস্যদেরই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশে থাকতে বলা হয়েছে।
এদিকে খালিস্তানপন্থী স্বঘোষিত ধর্মগুরু অমৃতপাল সিং নিজের সেনা তৈরি করছিল বলে জানা গিয়েছꦅে। নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের মতো 'আনন্দপুর খালসা ফোর্স' তৈরি করছিল সে। 'ওয়ারিস পঞ্জাব দে' সংগঠনের প্রধান মানব বোমা স্কোয়াডও তৈরি করছিল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নিজের 'নেশামুক্তি কেন্দ্র' এবং এক গুরুদ্বারে অস্ত্র মজুত করছিল অমৃতপাল। সেখানে যুব সমাজকে খালিস্তানি বিচ্ছিনতাবাদের পাঠ পড়ানো হত। মজুত অস্ত্র সহকারে সেই যুবকদের 'আত্মঘাতী' হামলার জন্য তৈরি করছিল অমৃতপাল সিং। আর এই সবই অমৃতপাল করছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে।