টিকিট নিয়ে বচসা। তার জেরে সেনাকর্মীর জওয়ানকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে✤ বৃহস্পতিবার ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। এই ঘটনায় পা হারিয়েছেন ওই সেনা জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে সেনা হাসপাতালে। আক্রান্ত সেনা জওয়ানের নাম সোনু। অন্যদিকে, অভিযুক্ত টিকিট পরীক্ষকের নাম সুপন বোর। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে 💮পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বারেলি জংশন রেল🌱ওয়ে স্টেশনের দু’নম্বর প্লাটফর্ম🃏ে। জানা গিয়েছে, ওই সেনা জওয়ান দিল্লির দিকে যাচ্ছিলেন। সেই সময় ওই ট্রেনে ওঠেন টিকিট পরীক্ষক সুপন বোর। টিকিট নিয়ে সেনা কর্মীর সঙ্গে তাঁর বচসা বাঁধে পরীক্ষকের। এর পরেই ট্রেনের দরজা দিয়ে সেনা জওয়ানকে ধাক্কা মেরে ফেলে দেন টিকিট পরীক্ষক। ঘটনায় তিনি ট্রেনের নিচে পড়েন। তার জেরে সোনুর দুটি পা কাটা পড়ে। উত্তর রেলওয়ের অধীনে মোরಌাদাবাদ বি𓄧ভাগের সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার সুধীর সিং বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।’
রেল আধিকারিকদের মতে, টিকিট নিয়ে বোর ও সোনুর মধ্যে তর্ক হয়েছিল। সেই ক্ষোভেই ওই সেনা জওয়ানকে ধাক্কা দিয়ে ট্রেনের বাইরে বের করে দিতে চান ওই টিকিট পরীক্ষক। তখনই তিনি ট্রেনের নিচে পড়ে যান। রেলের একজন🌠 কর্মকর্তা বলেন, ‘সে🎉না জওয়ানকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি তাঁর পা হারিয়েছেন এবং তার অবস্থা এখনও সংকটজনক।’