প্রাতঃভ্রমণে বেরিয়ে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। পথ কুকুরের দল খুবলে খেল এক বৃদ্ধাকে। তার ফলে মৃত্যু হল ৭৬ বছর বয়সিℱ ওই বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সকাল বুধবার সকালে সাড়ে ৬ টার দিকে বেঙ্গালুরুর জালাহাল্লিতে এয়ার ফোর্স ইস্ট ৭ তম আবাসিক ক্যাম্পের একটি খেলার মাঠে। মৃতের নꩲাম রাজদুলারী সিনহা। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন: পথচলতি কཧুকুরের তাড়ার জেরে অসুস্থতা, ৪৯ বছরে 𓂃প্রয়াত ওয়াগবকরি গ্রুপের পরাগ দেশাই
জানা যাচ্ছে, রাজদুলারী সিনহা জালাহল্লি এলাকার বাসিন্দা একজন বিমানকর্মীর শাশুড়ি। তিনি প্রতিদিনকার মতো এদিন।সকালেও প্রা𝓰তঃভ্রমণে বেরিয়ে ছিলেন। সেই সময় কমপক্ষে ১০-১২টি কুকুরের একটি দল তাঁর ওপর আক্রমণ করে। শরীরের বিভিন্ন জায়গ⛄ায় কামড়ে দেয়। তারফলে গুরুতর জখম হন তিনি। তখন অন্যান্য স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সেই পথেই তিনি মারা যান। এই ঘটনায় বেঙ্গালুরুর গঙ্গামাগুড়ি থানায় একটি মামলা দায়ের। তার ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী জানᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚান, এক ডজনেরও বেশি কুকুর তাঁকে ছেঁকে ধরে। ফলে কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে যাওয়ার সাহস পায়নি। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘এটি দুঃখজনক দৃশ্য। এক ডজন পথ কুকুর এক বৃদ্ধাকে আক্রমণ করে। আমি চিৎকার করেছিলাম এবং আমার পরিবারও চিৎকার চেঁচামেচি করে। শেষে একজন এগিয়ে এসে কুকুর গুলি তাড়িয়ে দেন। আমি দোষী যে আমি তাঁকে সাহায্য করতে পারিনি।’