চিনে ফের একবার শুরু হয়েছে ‘অ্যানাল সোয়াব টেস্ট’। করোনা নমুনার পরীক্ষা জন্য এইꦐ বিতর্কিত পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে বেজিংয়ে। উল্লেখ্য, আর দুই সপ্তাহ পরই বেজিংয়ে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক। তার আগে করোনা ঠেকাতে মরিয়া চিনা প্রশাসন। আর এর জন্য যে কোনও পর্যায়ে যেতে প্রস্তুত তারা। আর তাই করোনা নমুনার জন্য অ্যানাল সোয়াব সংগ্রহের পদ্ধতি ফিরিয়ে আনা হল ফের একবার।
জানা গিয়েছে, সম্প্রতি বেজিংয়ের একটি বহুতে এক য🧔ুবতী করোনা আক্রান্ত হন। এরপরই সেই বহুতলে বসবাসরত বাকি ২৭ বাসিন্দারই করোনা পরীক্ষা করানোর জন্য অ্যানাল সোয়াব সংগ্রহ করা হয়েছিল। এদিকে জানা গিয়েছে, করোনা আক্রান্ত সেই যুবতীর শরীরে ওমিক্রনের নমুনা মিলেছে। উল্লেখ্য, এই যুবতী বেজিংয়ের প্রথম ওমিক্রন আক্রান্ত বলে জানা গিয়েছে।
এদিকে অ্যানাল সোয়াব সংগ্রহের খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি। আশঙ্কা দেখা দিয়েছে যে বিদেশ থেকে আগত কূটনীতিবিদ বা নাগরিকদের ক্ষেত্রেও ওমিক্রন পরীক্ষার জন্য এই ধরনের অ্যানাল সোয়াব সংগ্রহ করা হতে পারে। যদিও চিন এই আশঙ্কার কথা উড়িয়ে জানিয়েছে, মার্কিন নাগরিকদের জন্য এই অ্যানাল সোয়াব সংগ্রহের বিষয়টি বাধ্য🐻তামূলক নয়। উল্লেখ্য, অ্যানাল সোয়াব সংগ্রহ করতে রোগীর রেক্টাম বা মলদ্বারে পাঁচ সেন্টিমিটার ঢোকানো হয় সোয়াব স্টিক। এই ধরনের টেস্ট চিনে শুরু হতেই এটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল গোটা বিশ্বে।
প্রসঙ্গত, বেজিংয়ে গত ১৫ জানুয়ারি প্রথম ওমিক্রন সংক্রমিতের খোঁজ মেলে। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ১১টি ওমিক্রন কেস সামনে এসেছে বেজিংয়ে। এই পরিস্থিতিতে চিনের রাজধানীতে এখন কড়া লকডাউন জারি হয়েছে। অলিম্পিকের টিকিটও জনসাধারণকে বিক্রি করা হবে না বলে ঘোষণা করেছে প🌳্রশাসন।