SEBI-র ‘শাস্তির’ পর রিলায়েন্স পাওয়ার ও ইনফ্রা ডিরেক্টর পদ ছাড়লেন অনিল আম্বানি
1 মিনিটে পড়ুন Updated: 27 Mar 2022, 09:31 AM ISTঅনিলের এই পদত্যাগ অবশ্য প্রত্যাশিত ছিল। সেবির নিষেধাজ্ঞার পর থেকেই এই জল্পনা চলছিল বাজারে।&nb🍬sp;
অনিলের এই পদত্যাগ অবশ্য প্রত্যাশিত ছিল। সেবির নিষেধাজ্ঞার পর থেকেই এই জল্পনা চলছিল বাজারে।&nb🍬sp;
শুক্রবার রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিল আম্বানি।
কেন?
স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনও সংস🔥্থার সঙ্গে যুক্ত হওয়া যাবে না। তাঁকে এমনই নির্দেশ দেয় সিকিউরি𒐪টিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। এরপরেই তাঁর এই পদক্ষেপ।
আরও পড়ুন : ১২,৪২৯ কোটি টাকার পাওনা মেটাতে কী পদক্ষেপ নিচ্ছেন 🅘অনিল🌠 আম্বানি?
শেয়ার বাজারকে যা বলা হয়েছে:
শেয়ার বাজারে রিলায়েন্স পাওয়ার জানিয়েছে, সেবি-র অন্তর্বর্তী আদেশের পর অনিল আম্বানি কোম্পানির ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। একইভাবে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার স্টকও এক্সচেঞ্জকে জানিয়েছে যে, অনিল আম্বানি SEBI-এর অন্তর্বর্তী আদেশ মেনে সং🎃স্থার পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন।
চলতি বছর ফেব্রুয়ারিতে সেবি রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড শিল্পপতি অনিল আম্বানি এবং অন্যান্য তিন ব্যক্তিকে সিকিউরিটিজ মার্কেট থেকে অর্থ তোলার উপর নিষেধাজ্ঞা জারি❀ করেছিল।
এখন কে দায়িত্ব নেবেন?
শুক্রবারই আর-পাওয়ার এবং আর-ইনফ্রার পরিচালনা পর্ষদ, রাহ𒐪ুল সারিনকে পাঁচ বছরের মেয়াদের জন্য অতিরিক্ত পরিচালক হিসাবে নিয়োগ করেছে। তবে এই নিয়োগ সাধারণ সভায꧃় সদস্যদের অনুমোদন সাপেক্ষে।
গোষ্ঠীর অনেক কোম্পানিই এখন বিক্রির প্রক্রিয়ায়:
অনিল আম্বানির বেশ কিছু সংস্থা এখন দেউলিয়া প্রক্রিয়🔥ার🔥 মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে রিলায়েন্স ইনফ্রাটেল (রিলায়েন্স কমিউনিকেশনের টাওয়ার শাখা), রিলায়েন্𒐪স টেলিকম, রিলায়েন্স নেভাল এবং রিলায়েন্স ক্যাপিটাল।