প্য়ারাসিটামল ওভার দ্য কাউন্টার কিনতেই অভ্যস্ত অ💖নেকেই। অর্থাৎ জ্বর জ্বর লাগছে, গা ম্যাজম্যাজ করছে, ফার্মেস☂িতে গিয়ে অনেকেই বলেন, দুটো প্যারাসিটামল দিন। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার অবশ্য ১৬ রকমের ওষুধকে নির্দিষ্ট করছে যেটি প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ কাউন্টারে বলেই এবার থেকে সাধারণ মানুষ এই ওষুধগুলি কিনতে পারবেন। সেক্ষেত্রে তাঁকে কোনও প্রেসক্রিপশন দেখাতে হবে না।
এবার দেখা যাক কোন ওষুধগুলির ক্ষেত্রে প্রেসক্রিপশন ছ💎াড়াই কেনা সম্ভব হবে? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে প্য়ারাসিটামল ৫০০ গ্রাম, পেটের সমস্যার কিছু ওষুধ, ছত্রাক নাশক ক্রিম, পেটের সমস্যা দূর করার সাধারণ ওষুধ এবার প্রেসক্রিমশন ছাড়াই কেনা যাবে। মূলত এই নয়া ব্যবস্থায় সাধ🎃ারণ মানুষের কী ধরণের প্♛রতিক্রিয়া তৈরি হয় তা খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় সরকার।
তবে নয়া এই বিজ্ঞপ্তিতে ꦬআর প্রেসক্রিপশনের জন্য হা পিত্য়েশ করে বসে থাকতে হবে না সাধারণ মানুষকে। প্রেসক্রিপশন ছাড়াই তাঁরা এই ওষুধগুলি কিনতে পারবেন।এতদিন বলা হত প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা যাবে না। তবে এবার কিছু ক্ষেত্রে কিছুটা নিয়ম শিথিল করল সরকার। তবে নিয়ম শিথিল করলেও নির্দিষ্ট কিছু নিয়ম থেকেই গিয়েছে। প্রেসক্রিপশন ছাড়া কোনওভাবে ৫দিনের বেশি😼 ডোজ নেওয়া যাবে না। অর্থাৎ প্রেসক্রিপসন ছাড়াই একগাদা প্যারাসিটামল ক⛦িনে বাড়িতে রেখে দেবেন সেটা হবে না।