বিগ বসের ১৬তম সিজনের ফাইনালিস্ট অর্চনা গৌতমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর আপ্তসহায়কের বিরুদ্ধে। এই ঘটনায় অর্চনা গৌতমের বাবা প্রিয়াঙ্কার সহকারীর নামে এফআইআর দায়ের করেছেন। উল্লেখ্য, গত উত্তরপ্রদেশ নির্বাচনে অর্চনা কংগ্রেসের টিকিটে লড়েছিলেন। রায়পুরে অনুষ্ঠিত কংগ্রেসের সম্মেলনেও যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই নাকি প্রিয়াঙ্কা গান্ধীর আপ্তসহায়ক সন্দীপ সিং তাঁকে হুমকি দেন। পাশাপাশি জাতপাত তুলে কটুক্তিও করেন সন্দীপ। এই অভিযোগ জানিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন অর্চনার বাবা। অর্চনার অভিযোগ, আমার মতো হাজার হাজার কংগ্রেস কর্মীর বার্তা প্রিয়াঙ্কা গান্ধী পর্যন্ত পৌঁছতে পারে না সন্দীপ সিংয়ের জন্য। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬ ধারা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ৩(১)(ডি) ও ৩(১) ধারার অধীনে পারতাপুর থানায় সন্দীপ সিংয়ের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। এই আবহে মিরাট পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে। (আরও পড়ুন: ভাঙল মমতার 'রেকর্ড', ডিএ আন্দোলনকারীদের অদম্য জে🎃দে চাপ বাড়ছে নবান্নর ১৪ তলꦓায়?)
প্রসঙ্গত, অভিনেতা তথা প্রাক্তন মিস বিকিনি ইউনিভার্স ইন্ডিয়া অর্চনা গৌতম উত্তরপ্রদেশের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন। হস্তিনাপুর কেন্দ্র থেকে হাত প্রতীকে লড়ে মাত্র ১৫১৯টি ভোট পেয়েছিলেন তিনি। এহেন অর্চনাকে নিয়ে ভোটের আগেই জোর বিতর্ক শুরু হয়েছিল। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই অর্চনার পুরোনো বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও অর্চনা আর্জি জানিয়েছিলেন যাতে তাঁর পেশা ও রাজ🔯নীতিﷺকে আলাদা রাখা হয়।
আরও পড়ুন: ন্যাশনাল পেনশন সিস্টেমের সঙ্গে ওল্ড পেনশন স্কিমের পার্থক্য কোথ🅺ায়? বুঝে নিন 🐭বিশদে
উল্লেখ্য, অভিনেতা তথা মডেল অর্চনা গৌতম ২০২১ সালে ꦿকংগ্রেসে যোগ দিয়েছিলেন। ২০১৮ সালে মিস বিকিনি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন অর্চনা। এর আগে ২০১৪ সালে মিস উত্তরপ্রদ🐽েশ এবং ২০১৮ সালে মিস কসমো ওয়ার্ল্ড হয়েছিলেন অর্চনা গৌতম। অর্চনা গৌতম দক্ষিণী চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেত্রী। তেলেগু, তামিল ছবিতেও কাজ করেছেন। ২০১৫ সালে বলিউডে প্রবেশ করেন অর্চনা। তিনি অনেক টিভি-প্রিন্ট বিজ্ঞাপনেও কাজ করেছেন। তিনি কমেডি ফিল্ম ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’তে কাজ করেছেন। তবে ভোটের ময়দানে অর্চনার শো ফ্লপ করেছিল। তারপর অবশ্য বিগ বসে যান অর্চনা। সেখানে ফাইনালে গিয়ে তাঁর দৌড় থামে। এবার নিজের দলের কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ফের শিরোনামে অর্চনা।