রাহুল সিং
প্রায় ৩৮ বছর হতে চলল সেনাবাহিনীতে মহিলাদের আধিকারিক হিসাবে নিয়োগ শুরু হ😼য়েছিল। তবে এতবছর পরে এই প্রথম আর্মি এভিয়েশন কর্পসে হেলিকপ্টার পাইলট হিসাবে যোগ দিলেন কোনও নারী। নাম ক্যাপ্টেন অভিলাষা বরাক। মহারাষ্ট্রের নাসিকে কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং স্কুলে গত এক বছর ধরে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। তারপরই তিনি সেনাবাহিনীতে হেলিকপ্টার পাইলট হিসাবে নিযুক্ত হলেন।
আদতে তিনি হরিয়ানার বাসিন্দা। বাবা ছিলেন সেনার কর্নেল। ২০১৮ সালে সেপ্টেম্বরে তিনি আর্মির এয়ার ডিফেন্স কর্পসে নিযুক্ত হয়েছিলেন🌞। সেনা সূত্রে খবর, আরও ৩৬জন আর্মি পাইলটের সঙ্গেই তিনি উইংস পদক পেয়েছেন। আর্মি এভিয়েশন ডিজি লেফটেনান্ট জেনারেল অজয় কুমার সুরি তাঁকে এই পদক প্রদান করেছিলেন।
২০৭২ 🐲আর্মি এভিয়েশন স্কোয়াড্রন যেখানে ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার চালনা করা হয় তার দায়িত্ব পেয়েছেন Captain অভিলাষা বরাক। এদিকে ভারতীয় বায়ু সেনা ও ভারতীয় নৌ বাহিনীতে আগে থেকেই মহিলা আধিকারিকরা হেলিকপ্টার চালান। তবে ২০২১ সালে প্রথম সেনার তরফে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে পর্যন্ত কেবলমাত্র 🌜গ্রাউন্ড ডিউটি♉তেই তাঁরা থাকতেন। এবার তিনিই হলেন প্রথম মহিলা যিনি সেনার পাইলট।
প্রসঙ্গত গত বছর ইন্ডিয়ান নেভি প্রথম চারজন মহিলা আধিকারিককে যুদ্ধ জাহাজে মোতায়েন করেছিল। ২০২১এর মে মাসে আর্মি প্রথম মহিলাদের মিলিটারি পুলিশে নেওয়া শুরু করে। তার আগে ১৯৯০ সাল থেকে তাঁরা কেবলমাত্র আধিকা🌄রিক হিসাবে বাহিনীর তি༺ন শাখায় থাকতেন।