রাশিয়ার আকাশে ফের ড্রোন! মস্কোর দিকে তিনটি ড্রোনের ঘোরাফেরা লক্ষ্য করা গিয়েছে মঙ্গলবার সকালে। এই তথ্য উঠে এসেছে রাশিয়ার সংবাদমাধ্যমের তরফে। তিনটি ড্রোনের মধ্যে একটি দেখা গিয়েছে প্রতিবেশী কালুগা এলাকায়। প্রাথমিক খবরে জানা গিয়েছে, 🐼তিনটি ড্রোন ভিন্ন সময়ে রাশিয়ার মস্কোর 🐎দিকে যাচ্ছিল। রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ঘটনা ‘সন্ত্রাসমূলক’। যদিও ড্রোনকে নুকোভো বিমানবন্দরের কাছে গুলি করে নামানো হয়।
ক্রেমলিনের থেকে দক্ষিণ পশ্চিমে ৩০ কিলোমিটার দূরে ভালুয়েভো গ্রামে দুটি ড্রোনকে গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। এই তথ্য দিয়েছে আরআইএ। প্রসঙ্গত, একটি ড্রো✃ন ছিল কালুগা এলাকায়। যা মস্কোর সীমান্ত এলাকা বলে জানা যায়। এছাড়াও মস্কো থেকে ৬৩ কিলোমিটার পশ্চিমে কুবিনকা শহরের এলাকায় আরেকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে যেখানে একটি রাশিয়ান বিমান ঘাঁটিও রয়েছে। গোটা ঘটনায় কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও, এই ড্রোন ঘিরে মস্কোর আঙুল উঠেছে ইউক্রেনের দিকে। প্রসঙ্গত, সদ্য মস্কো জেরবার হয়েছে ভাড়াটে ওয়াগনর সৈনিকদের বিদ্রোহ ঘিরে। যাঁরা অভ্যুত্থানের রাস্তা নিয়েছিল। পদে বসার পর এই প্রথম পুতিন এমন বড়সড় বিদ্রোহের মুখে পড়েছেন রাশিয়ায়। তবে গোটা বিষয়টি কার্যত সামলে নেওয়া গিয়েছে। মস্কোর তরফে তিন শর্ত পেশ করা হয়েছে ওয়াগনারদের সামনে। যা মেনে নিলে ওয়াগনার ও মস্কো সন্ধি ফের দেখা যাবে। এই ভাড়াচে সৈনিকরাই ইউক্রেন যুদ্ধে পুতিনের হাত শক্ত করেছিল। এদিকে, সꦦদ্য জেলেনস্কি দাবি করেছেন যে, তাঁর দেশের সৈনিকরা ২১ হাজার ওয়াগনার সৈনিককে হত্যা করেছেন। আরও ৮০ হাজারকে তাঁরাই খতম করবেন বলে হুঙ্কার দিয়েছেন জেলেনস্কি।
এই পরিস্থিতিতে মস্কোর আকাশে ৩ ড্রোনের ঘোরাফেরার নেপথ্যে ইউক্রেন রয়েছে বলে দাবি মস্কোর। এই প্রথম নয়। এর আগেও ক্রেমলিনের শিখর ছুঁতে চেয়ে কিছু ড্রোন মস্কোয় ঘোরা ফেরা করেছে। সেবারও তা খুঁজে বের করে গোলার আঘাত ধ্বংস করে রাশিয়া। এদিকে, মঙ্গলবারের ঘটনায় মস্♏কোর তরফে নুকোভো বিমানবন্দরে আঁটোসাটো নিরাপত্তা তুলে ধরা হয়েছে এই ড্রোনের ঘোরಞাফেরা ঘিরে।