অসমে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় কংগ্রেস নেতাদের উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেসে নেতা আহত হয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। তবে সেই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধেই সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এনেছে অস💦মের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা সিআইডি। এই অভিযোগের ভিত্তিত♏ে রাহুল গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে তলব করেছে অসমের সিআইডি। সব মিলিয়ে কংগ্রেসের শীর্ষস্থানীয় ১১ জন নেতাকে তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে তাদের ডেকে পাঠানো হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন: অসমে ভার꧒ত জোড়ো ন্য়ায় যাত্রা𓆏য় 'হামলা', আহত কংগ্রেস সভাপতি
রাহুল গান্ধী ছাড়া আরও যেসব নেতাকে সমন করা হয়েছে তাঁরা হলেন-কংগ্রেসের সাধꦆারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং জিতেন্দ্র সিং, অসম কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বোরা, সাংসদ গৌরব গগৈ, অসম বিধানসভার বিরোধী দলের নেতা দেবব্রত সাইকিয়া প্রমুখ। এছাড়াও, যুব কংগ্রেসের জাতীয় সভাপতি বিভি শ্রীনিবাস এবং ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া-এর ইনচার্জ কানহাইয়া কুমারকেও সমন জারি করা হয়েছে।🗹 সিআইডির নির্দেশ অনুযায়ী, ফৌজদারী কার্যবিধির ৪১ এ (১) ধারার অধীনে সমন জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সিআইডি। সিআইডির নির্দেশে আরও লিখেছে, ঘটনার তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টার সময় উলুবাড়ি থানায় তাদের হাজির হতে বলা হয়েছে।