অসমের ডিব্রুগড়ে সদ্য আত্মহত্যা করেন পশুপ্রেমী তথা তরুণ শিল্পপতি বিনীত বাগেরিয়া। ঘটনার পর বাগেরিয়া পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানে গিয়েই প্রয়াতের পরিবারের সামেন পুলিশের এসপি ডেকে কার্যত ক্ষোভ উগড়ে দেন অসমের মুখ্যমন্ত্র🐷ী। ক্ষমা চেয়ে নেন পরিবারের কাছে।
অভিযোগ বহুদিন ধরে ডিব্রুগড়ে এক মাফিয়া উত্যক্ত করছিল ওই ব্যবসায়ী বিনীতকে। মাফিয়ার হুমকির জেরে বিনীত আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পরিবার সেই শোক এখনও ভুলতে পারেনি। এদিকে, বিনীতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে পরিবারের তরফে অভিযোগ শুনেই হিমন্ত বিশ্বশর্মা কার্যত ক্ষোভের সুরে স্থানীয় এসপিকে ডেকে নেন। প্রশ্ন তোলেন, এসপি থাকতে এলাকায় এমন মাফিয়া রাজ চলে কী করে? একই সঙ্গে হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'আমি খুবই লজ্জিত।' পুলিশকর্তার দিকে তাকিয়ে তিনি বলেন, 'মাফিয়া এখানে এল, যেখানে আপনার উপস্থিতি রয়েছে সেখানে? এর থেকে বেশি লজ্জিত আমি কোনও দিনওই হইনি।' শ্রীলঙ্কার সংকট নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত😼, উদ্বাস্তু ইস্যুতে কী বললেন জয়শঙ্কর
পরিবারের কাছে এদিন মুখ্যমন্ত্রী চেয়ে নিলেন ক্ষমা। প্রশাসন🦋িক ব্যর্থতা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ক্ষমা চান এদিন। গোটা ঘটার ভিডিয়ো উঠে আসে এএনআইয়ের ভিডিয়োতে। তিনি বলেন, 'ডিব্রুগড় প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা এটি। আমি বাগারিয়া পরিবার ও অসমের মানুষের কাছে ক্ষমা চাইছি। ডিব্রুগড় পুলিশ হয়তো আমার বার্তা বোঝেনি যে অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। আমরা কড়া পদক্ষেপ নেব অপরাধীর বিরুদ্ধে।'