ক্যাপ্টেন রূপম দাস। অসমেরই বাসিন্দা তিনি। নিজের পরিবার জলবন্দি। তবুও কর্তব্যে অবিচল ক্যাপ্টেন রূপম। জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক দুর্গতকে রক্ষা করেছেন তিনি। রিয়েল লাইফের হিরো ক্যাপ্টেন রূপম। দুর্গতদের রক্ষা করেছে তাঁর টিম। তাঁর নেতৃত্বে সেনার টিম উদ্ধারকাজে নেমেছে। সেনার তরফেও বিবৃতি জারি করা বলা হয়েছে, ক্যাপ্টেন রূপম দাস যেভাবে উদ্ধারকাজ চালিয়েছেন তার জন্য দেশবাসী গর্বিত। নিজের পরিবার বিপদে আছে জেনেও যে ভাবে দশের উদ্ধারে এগিয়ে গিয়েছেন তা সত্যিই অভাবনীয়।অসমে গত কয়েকদিন দিন ধরেই ভয়াবহ পরিস্থিতি। প্রায় ৪৭ লক্ষ মানুষ বন্যা কবলিত। বহু মানুষ জলবন্দি ছিলেন। তাঁদেরই ধাপে ধাপে উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন সেনা জওয়ানরা। দুর্গত মানুষদের একেবারে নৌকায় চাপিয়ে নিরাপদে পৌঁছে দিয়েছেন ত্রাণ শিবিরে। তাঁদের পাশে থেকেছেন রাত দিন। প্রশংসনীয় ভূমিকায় ক্যাপ্টেন রূপম দাস। ডিউটি পালন করতে গিয়ে একেবারে নিবেদিত প্রাণ তিনি। তাঁর মতোই সেনা আধিকারিক, সেনা জওয়ানরা কর্তব্যে অবিচল। অসমের দুর্গত মানুষদের বড় ভরসার জায়গায় ভারতীয় সেনা। বিপন্ন মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সেনা জওয়ানরা তার জন্য় কৃতজ্ঞ গোটা দেশ।