কুড়ি মাসের সন্তানকে জোর করে মদ খাওয়ানোর অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে। সন্তানকে সিগারেট খাইয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে (যে ছবি শিশু সুরক্ষা আধিকারিকরাও পরে দিয়েছেন)। ঘটনাটি অসমের কাছার জেলার। ইতিমধ্যে সেই ঘটনায় ২৩ বছরের মহিলাকে আটক করা হয়েছে। জেলা শিশু সুরক্ষা অফিসার দেবজিৎ চৌধুরী বলেছেন, 'ওই ঘটনার প্রমাণ আছে আমাদের। সেটার ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। আমরা আশা করছি যে কড়া ধারায় মা💮মলা রুজু করবে পুলিশ। আইনি পদক্ষেপ করা হবে।'
কীভাবে সেই ঘটনাটি সামনে এসেছে?
পুলিশ জানিয়েছে, ওই তরুণী শিলচরের বাসিন্দা। তার পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেশীরা জানিয়েছেন যে সন্তানের উপর অত্যাচার চালাত তরুণী। সেই বিষয়টি নিয়ে প্রায়শই পরিবারের মধ্যে আলোচনা চলত। হাম💞েশাই অনেক রাত পর্যন্ত পার্টি করত। পুরো বাড়ি নোংরা হয়ে পড়ে থাকত। কিন্তু দুধের শিশুকে মদ খাওয়ানো এবং সিগারেট খাওয়ানোর বিষয়টা কোনওভাবে 🌼মেনে নেওয়া যায় না। কোনও মা এরকম করতে পারেন না বলে দাবি করেছেন তাঁরা।
সেই পরিস্থিতিতে বুধবার রাতে ওই শিশুকে উদ্ধার করেছে শিশু সুরক্ষা কমিশন। তরুণীকে তৎক্ষণাৎ আটক করেছে পুলিশ। জেলা শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা জানিয়েছেন যে শিলচর সদর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ওই মহিলাকে আপাতত একটি কেন্দ্রে রা꧑খা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন যে তাঁকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাতায়কলমে এখনও গ্রেফতার করা হয়নি। মামলা রুজু করার পরে তাঁকে গ্রেফতার করা হবে। তারপর বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
জেলা শিশু সুরক্ষা অফিসার জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের থেকে অভিযোগ মিলেছে। যে 'রেভ পার্টি'-তে ওই খুদেকে ম൲দ এবং সিগাটের খাওয়ানোর অভিযোগ উঠেছে, সেখানকার ছবিও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন জেলা 🔯শিশু সুরক্ষা অফিসার।
পুলিশ জানিয়েছে, মহিলার মানসিক স্বাস্থ্যও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে তরুণীর ব্যবহার স্বাভাবিক ছিল না। খুদের বাবা চালক হিসেবে কাজ করত। কিন্তু ওই ঘটনার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে ন🦹া বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট মহলের ধারণা, সম্ভবত খুদের বাবা পালিয়ে গিয়েছে।