অসম-অরুণাচল সীমান্তে সংঘর্ষ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন অনেকেই। আর সেখানেই গুলি চালনার ঘটনা। অরুণাচল প্রদেশ সীমান্তে গুলিচালনার ঘটনা। এর জেরে দুজনের মৃত্যু হয়। তিনজন নিখোঁজ হয়ে গিয়💙েছেন। পুলিশ জানিয়েছে, অসমের ধেমাজি জেলায় এই ঘটনা হয়েছে।🦩
পুলিশ সুপার রঞ্জন ভুঁইয়া জানিয়েছেন, স্থানীয়রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্য়ে সীমান্তে জড়ো হয়েছিলেন। সাতজন সকালবেলাই চলে যান এলাকায়। অনুষ্ঠ🍷ান আয়োজনের জন্য় তাঁরা গিয়েছিলেন। তাদের দিকে গুলি করা হয় বলে অভিযোগ। তাদের মধ্য়ে একজনের মৃত্যু হয়।
এদিকে তিনজনের গুলির ক্ষত রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। এদিকে তিনজনে💞র খোঁজ মিলছে না। তাদের খ🧔োঁজ চলছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়েই আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত চলছে।
তবে স্থানীয়দের দাবি এর পেছনে অর♑ুণাচল 🌊প্রদেশের লোকজনের হাত থাকতে পারে। কারণ অরুণাচলের সঙ্গে একটা অতীতের দ্বন্দ্ব রয়েছে। খবর পিটিআই সূত্রে।
এদিকে অসম ও অরুণাচলের মধ্য়ে প্রায় ৮০৪ কিমি সীমান্ত রয়েছে। দুপক্ষই সীমান্ত সমস🅺্য়া মেটাতে বার বার আলোচনায় বসেছে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সমস্যা মেটাতে উদ্য়োগ নিয়েছিলেন। দুই দেশের মুখ্যমন্ত্রীর মধ্য়ে গত ২০ এপ্রিল মউ স্বাক্ষরিত হয়েছিল। তারপরেও কেন এই পরিস্থিতি তৈরি হল তা নিয়ে🍒 নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বা𓄧ং🏅লায়। HT App ডাউনলোড করার লিঙ্ক