আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসটাব্লিশমেন্ট ও হায়দরাবাদের একটা বেসরকারি ক🧜োম্পানি ✱দেশীয় রাইফেল তৈরি করল। নাম উগ্রম।
৭.৬২x ৫১ মিমি রাইফেল। এই প্রথম ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে একযোগ🧜ে এই রাই🏅ফেল তৈরি করা হল। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রাইফেল।
ভারতের সশস্ত্র বাহিনীর কাছে এই রাইফেল অত্যন্ত কার্যকরী হবে। ভারতের সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, রাজ্য পুলিশের ফোর্স সহ একাধিক বাহিনীর ক্ষেত্রে এই বন্দুক যথেষ্ট কার্যকরী হবে। এই রাইফেলের ওজন মাত্র চার কেজি। এর পাল্লা প্রায় ৫০০ মিটার। ডিআরডিওর আর্মামেন্ট অ্যান্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং সিস্টেমের ডিরেক্টর জেনারেল শৈলেন্দ্র গারে এই রাইফেꦺলের উদ্বোধন করেন।
যথাযথ অ্য়াসাল্ট রাইফেল নিয়ে ভারতের বাহিনীর যে সমস্য়া ছিল সেটা এবার অনেকটাই মিটবে। রাশিয়া -ইউক্রেন যুদ্ধে♛র ওজেরে একে ২০৩ রাইফেল বর্তমানে সেভাবে আর আসছে না। সেই জায়গায় এবার থাকবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি অ্য়াসাল্ট রাইফেল।
এদিকে এই বন্দ♎ুককে বাহিনীর হাতে তুলে দেওয়ার আগে বার বার এনিয়ে ম🍒হড়া দেওয়া হবে। এই পরীক্ষার জন্য় অনেকটা সময় লাগতে পারে। এই রাইফেল কতটা কার্যকরী সেটা দেখা হবে। সেনাবাহিনীর আধিকারিকরা এই রাইফেলের মহড়ার নানা দিক খতিয়ে দেখবেন। একদিকে পাহাড়ি এলাকায়, অন্য়দিকে মরু এলাকাতেও এই বন্দুকের মহড়া করা হবে।
সূত্রের খবর, ১০০ দিনের মধ্য়ে 🔥এই বন্দুক তৈরি করা হয়েছে। তবে ডিজাইনটা আগেই তৈরি করা ছিল।
ভারতের রাইফেলের দুনিয়া নয়া পালক🐬 যুক্ত হল এবার। দেশীয় প্🍸রযুক্তিতে তৈরি উগ্রম।