সম্প্রতি পাকিস্তানকে ধূসর তালিকা থেকে মুক্তি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ফ༒িন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। এর ফলে ভারতে জঙ্গি হামলা আরও বাডꦛ়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা। শুক্রবার মুম্বইয়ের তাজ হোটেলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী কমিটির বৈঠকে সেই আশঙ্কার কথাই জানিয়েছে ভারত।
Grey list: দীর্ঘ ৪ বছর পরে, ক♛োনওরকমে FA💃TF'র ধূসর তালিকা থেকে বের হল পাকিস্তান
কমিটির বৈঠকে তথ্য প্রকাশ করে কেন্দ্রের যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিক সফি রিজভি জানিয়েছেন, পাকিস্তান যখন ধূসর তালিকায় ছিল তখন সীমান্তে জঙ্গি হামলা ৭৫ শতাংশ কমে গিয়েছিল। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ২০১৪ সালে জম্মু ও কাশ্মীরে ৫টি হামলার ঘটনা ঘটেছিল। ২০১৫ সালে ৮টি, ২০১৬ সালে ১৫টি জঙ্গি হামলা হয়েছিল। এরপর জঙ্গিদের অর্থ যোগান দেওয়ার অপরাধে এফএটিএফ ব্যবস্থা নেওয়ার পরে তা আবার কমে যায়। ২০১৭ সালে হ🐻য়েছিল ৮টি এবং ২০১৮ সালে ৩টি হামলার ঘটনা ঘটেছিল। যদিও ২০১৯ সালে পুলওয়ামার ঘটনা ঘটেছিল। তবে তারপর আর সেভাবে বড় জঙ্গি হামলা হয়নি। তবে প্যারিসে ১৮ থেকে ২১ অক্টোবরে এফএটিএফ’র বৈঠকে পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে ফের জঙ্গি হামলা বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন গোয়েন্দারা।