ফের নামবদল। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম হল 'ছত্রপতি সম্ভাজি নগর' এবং ওসমানাবাদের নাম হল 'ধারাশিব'। ঔরঙ্গাবাদে আয়োজিত মহারাষ্ট্র মন্ত্রিসভার বিশেষ অধিবেশনে এই দুই জায়গার নাম বদলের সিদ্ধান্ত নেও𒈔য়া হয়। তার পর শুক্রবার রাজস্ব বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করে নাম বদলের কথা জানানো হয়।
এর আগে উদ্ধব ঠাকরের ম꧂ন্ত্রিসভা এই নাম সিদ্ধান্ত ২৯ জুন ২০২২ সালে। পরবর্তীকালে একনাথ শিন্ডের মন্ত্রিসভা ২০২৩ সালের ১৬ জুলাই সেই সিদ্ধান্ত বহাল রাখে।
এক আধিকারিক জানিয়েছেন, এই নাম বদল নিয়ে হাইকোর্টে মামলা হওয়া প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়। কিন্তু আদালত মামলা খারজি করে দেওয়ায় পুনরায় নাম পরিবর্তনের জন্য উদ্যোগী হয় রাজ্য সরকার। এই নাম পরিবর্তনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি নিতে হয়। সেই অনুমতি মেলার পরই আনুষ্ঠানি🐈ক ভাবে নাম পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে।
গত ফেব্রু⛦য়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব শ্যামলকুমার বিট একটি বিজ্ঞপ্তি জারি করে বলেন,'ভারত সরকার ঔরাঙ্গাবাদের নাম ছত্রপতি সম্ভাজি নগর এবং ওসমানাবাদের নাম ধারাশি♌ব পরিবর্তন করাতে কেন্দ্রের কোনও আপত্তি নেই।'
(পড়তে পারেন। ‘এবার যদি মোদী প্রধানমন্ত্রী না হন তবে…’ ২০২৪ নিয়ে বড় কথা জানালꦉেন অমিত শাহ)
প্রসঙ্গত, এই নামবদলের সূচনা হিসাবে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন এমভিএ সরকার ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম ‘ছত্রপতি সম্ভাজি🍌 মহারাজ বিমানবন্দর’ করেছিল।
ছত্রপতি সম্ভাজি ছিলেন মারাঠা রাজা ছত্রপতি শিবাজির পুত্র। তিনি ঔরঙ্গজেবের হাতে নিহত হন। তবে এর আগে এই নাম পরিবর্তনের বিষয়টি প্রথম উত্থাপন করেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে। ১৯৮৮ সালে ঔরঙ্গাবাদের পুরনির্বাচনে জয়লাভ করে শিবসেনা। সে শহরের নাম পরিবর্তনে উদ্যোগী হন বাল ঠাকরে। তিনি 'সম্ভাজি নগর' নাম ঘোষণাও করে দেন। সেই সময় পুর নিগম থেকে এই নাম পরিবর্তন একটি প্রস্তাবও পাশ। সেই সময় এই নাম পরিবর্তন নিয়ে জনগণের কাছ থেকে পরামর্শ ও 🍨বিজ্ঞপ্তিও জারি করা হয়।
তারপর নানা কারণে সেই নাম পরিবর্তনের বিষয়টি ধামা চাপা পড়ে যায়। প্রায় তিꦬন দশক পর অবশেষে শহ♕রের নাম পরিবর্তন করল শিন্ডে সরকার।