জায়গার নাম বদল করা বিজেপির রাজনৈতিক অঙ্কের একটি বড় অংশ। উত্তরপ্রদেশে এভাবেই এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। নাম বদলেছে ঐতিহাসিক মুঘলসরাই রেল স্টেশনের। এবার নাম বদল হতে চলেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের। ইতিমধ্যেই কেন্দ্র এতে অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, ঔরঙ্গাবাদ থেকেই অজন্তা, এলোরায় যেতে হয়। সত্যজিত রায়ের ফেলুদার 'কৈলাসে কেলেঙ্কারি' গল্পটি ছিল এই ঔরঙ্গাবাদ, অজন্তা, এলোরাকে ঘিরেই। তবে সেই ঔরঙ্গাবাদের নাম এবার বদলে হতে চলেছে ছত্রপতি সম্ভাজিনগর। এদিকে ওসমানাবাদের নাম হবে ধারাশিব। মহারাষ্ট্র সরকার এই দুই শহরের নাম বদলের প্রস্তাব পাঠিয়েছিল কেন্দ্রের কাছে। সেই প্রস্তাব গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুক্রবার এই নাম বদল সংক্রান্ত সম্মতি পত্র পাঠিয়েছে মহারাষ্ট্র সরকারকে। (আরও পড়ুন: 'সফল কাশ্মীর নীতি, তবে হারিয়েছেꦬ ভারত-বোধ', বড় মন্তব্য প্রাক্তন RAW প্রধানের)
উল্লেখ্য, একনাথ শিন্ডের সরকার ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহরের নাম পরিবর্তনের একটি প্রস্তাব পাস করেছিল গত ২০২২ সালের ২০ অক্টোবর। এরপর নাম পরিবর্তনে অনুমোদন চেয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। এর আগে উদ্ধব ঠাকরের সরকারও তাদের শেষ মন্ত্রিসভার বৈঠকে এই একই সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই নাম পরিবর্তনের আগেই ২০২২ সালের জুন মাসে পদত্যাগ করেছিলেন উদ্ধব ঠাকরে। এরপর শিন্ডে নতুন সরকার গঠনের পরই বলেছিলেন যে আগের সরকারের সিদ্ধান্তে কিছু প্রদ্ধতিগত ত্রুটি ছিল। এই কারণে তাঁর মন্ত্রিসভাকে আবারও এই নাম পরিব😼র্তন সংক্রান্ত নয়া প্রস্তাব পাস করেছিল।
এবার কেন্দ্রের অনুমতি পাওয়ার ফলে ঔরঙ্গাবাদের নামকরণ করা হবে শিবাজি মহারাজের ছেলে ছত্রপতি সম্ভাজির নামে। এদিকে ওসমানাবাদের ঐতিহাসিক নাম ছিল ধারাশিব। সেই নামেই ফের ওসমানাবাদের নামকরণ হবে। এদিকে কেন্দ্রের থে♋কে আসা সম্মতি পত্রের ছবি পোস্ট করে টুইট করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। টুইট বার্তায় শিন্ডে লেখেন, 'মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তকে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ছত্রপতি সম্ভাজিনগর এবং ওসমানাবাদের নাম হবে ধারাশিব। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।' প্রসঙ্গত, এই দুই শহরের নাম বদলের দাবি প্রথমবার ১৯৮৮ সালে তুলেছিলেন শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে। এরপর বিভিন্ন সময়ে মারাঠাওয়াড়া অঞ্চলের এই দুই শহরের নাম বদলের দাবি উঠে এসেছে। এই আবহে এই নাম বদলে কেন্দ্র অনুমোদন দেওয়ায় উদ্ধব ঠাকরেও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।