Axis Bank FD Rate: ২ কোটি টাকার কম অঙ্কের স্থায়ী আমানতের জন্য সুদের হার বাড়াল অ্য🐟াক্সিস ব্যাঙ্ক। ৪৬ দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে🐈 সুদের হার ১১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ৫ নভেম্বর ২০২২ থেকে নয়া সুদের হার প্রযোজ্য হবে।
এর ফলে সাত দিন থেকে দশ বছরের আমানতে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ দাঁড়াবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৩.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ। অন্যদিকে, তিন থেকে দশ বছরের মেয়াদে সর্বোচ্চ সুদের হার পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য ৭.২৫ শতাংশ এবং সাধারণ ক্ষেত্রে ৬.৫০ শতাংশ। আরও পড়ুন: ICICI FD Interest Rate Hike: ফের FD-র সুদের হার বৃদ্ধি করল ICICI ব্যাঙ্ক, মেয়া𒀰দ বাড়ল ‘গোল্ডেন ইয়ারস’ স্কিমের
অ্যাক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হার
৭ দিন থেকে ৪৫ দিনের ক্ষেত্রে সুদের হার ৩.৫০ শতাংশ। তবে ৪৬ দিন থেকে ৬০ দিনের আমানতে সুদের হার ৩.৫০ শতাংশ থেক🦋ে বাড়িয়ে ৪ শতাংশ করা হয়েছে।
৬১ দিন থেকে ৩ মাসের ফিജক্সড ডিপোজিটে আগে ৪ শতাংশ সুদ মিলত। বর্তমানে ৪.৫০ শতাংশ সুদের হার স্থির করা হয়েছে। ৩ মাস থেকে ৬ মাসের আমানতের সুদের হার ৪.২৫ শতাংশ থেকে বাড়িয়ে এখন ৪.৫০ শতাংশ করꦬা হয়েছে।
৬ থেকে ৯ মাসের আমানতে সুদের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ꦆ.৫০ শতাংশ করা হয়েছে। ৯ মাস থেকে ১ বছরের মেয়াদের ক্ষেত্রে সুদের হার ৫.৭৫ শতাংশ।
১ বছর থেকে ১৫ মাসের আমানতে সুদের হার ৭ শতাংশ করা হয়েছে। আগে এটি ৬.১০ শতাংশ ছিল৷ ১৫ থেকে ১৮ ⛦মাসের ম💧েয়াদের আমানতে সুদের হার ৬.১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে।
১৮ মাস থেকে ২ বছরের স্থায়ী আমানতে সুদের হার বাড়ানো হয়েছে। আগের ৬.১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.০৫ শতাংশ করা হয়েছে। ২ থেকে ৩ বছরের আমানতে সুদের হার ৭.০৫ শতাংশ। আরও পড়ুন: Indian Bank FD Interest Rate Hike: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে একলাফে ৯০ বেসি🧸স পয়েন্ট༒ পর্যন্ত সুদের হার বাড়ল FD-তে
প্রবীণ নাগরিকদ▨ের ক্ষেত্রে ৬ মাস 🌄থেকে ১০ বছরের মেয়াদে স্থায়ী আমানতের উপর অতিরিক্ত সুদের হার মিলবে।