সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। মানে ইংরেজি বছরের প্রথম দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গোটা দেশজুড়ে ব্যাঙ্কের ছুটির তালিকা ঘোষণা করেছে। সেখানে দেখা গিয়েছে ১লা জানুয়ারি ছুটি রয়েছে ব্যাঙ্কে।সেন্ট্রাল ব্যাঙ্ক জাতীয় ও আঞ্চলিক এই ভাবে ব্যাঙ্কের ছুটির দিন ঘোষণা করেছে। ব্যাঙ্কগুলি রবিবার বন্ধ থাকবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবারও বন্ধ থাকবে।তবে ছুটির দিনেও অনলাইন ফিনান্সিয়াল সার্ভিস আগের মতোই থাকবে।নতুন বছরে প্রথম মাসে ব্যাঙ্কের ছুটির পুরো তালিকাটা দেখে নিন১ জানুয়ারি ছুটি থাকবে ব্যাঙ্কে।১১ জানুয়ারি মিশনারি ডে মিজোরামে পালিত হয়।১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী পশ্চিমবঙ্গের জন্য১৩ জানুয়ারি লহরি পঞ্জাব ও অন্য রাজ্যে পালিত হয়মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি একাধিক রাজ্যে পালিত হয়১৫ জানুয়ারি পোঙ্গল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে পালিত হয়১৬ জানুয়ারি টুসু পুজো পশ্চিমবঙ্গ ও অসমে১৭ জানুয়ারি গুরু গোবিন্দ সিংয়ের জয়ন্তী একাধিক রাজ্যে পালিত হয়২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী দেশের বিভিন্ন রাজ্যে পালিত হয়২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস৩১ জানুয়ারি মে দম মে ফি অসমে পালিত হয়।