মার্চে🔯 মোট ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই ১১ দিনের মধ্যে রয়েছে চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই🌞) ক্যালেন্ডার অনুযায়ী, রাজ্যভিত্তিক ছুটির কারণে সংশ্লিষ্ট রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরবিআই ক্যালেন্ডার অনুয🔯ায়ী, ৫, ১১, ২২, ২৯ এবং ৩০ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকไছে। তাই এই দিনগুলি মাথায় রেখে ব্যাঙ্ক আসার পরিকল্পনা করুন। তবে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও, মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা অব্যাহত থাকবে। অনলাইন লেনদেনের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না।
মার্চ মাসে কবে কবে ব্যাঙ্ক ছুটি থাকছে—
১) ৫ 🃏মার্চ ২০২১- চাপচের কূট উৎসব পালনের জন্য মিজোরামে ছুটি।
২) ৭ মার্চ - রবিবার।
৩) ১১ মার্চ - মহাশিবরাত্রী।
৪) ১৩ মার্চ - দ্বিতীয় শনিবার।
৫) ১৪ মার্চ - রবিবার।
৬) ২১ মার্চ - রবিবার।
৭) ২২ মার্চ - বিহার দিবস।
৮) ২৭ মার্চ - চতুর্থ শনিবার।
৯) ২৮ মার্চ - রবিবার।
১০) ২৯ মার্চ - দোল পূর্ণিমা/ইয়াꦐওসাঙ্গের দ্বিতীয় দিন।
১১) ৩০ মার্চ - হোলি।
তারইম൩ধ্যে ব্যাঙ্ক ধর্মঘটের কারণে ১৫ এবং ১৬ মার্চ দেশজুড়ে পরিষেবা ব্যাহত হতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের বিরোধিতায় আগামী ১৫ মার্চ থেকে দেশজুড়ে দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাতে সামিল হতে চলেছে একাধিক ব্যাঙ্কের কর্মী ইউনিয়ন।
।