কালীপুজোর জন্য আগামী ৩১ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। তবে আজ, ২৯ অক্টোবর ধনতেরাসের দিনে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্কে স্বাভাবিক কাজকর্ম চলবে। পাশাপাশি ৩০ অক্টোবরও ব্যাঙ্ক খোলা থাকবে বাংলায়। এরপর ১ নভেম্বর ও ২ নভেম্বরও খোলা থাকবে ব্যাঙ্ক। ৩ নভেম্বর রবিবার অবশ্য ব্যাঙ্ক ছুটি। এদিকে শেয়ার বাজার আজ খোলা থাকবে। ৩১ অক্টোবরও কালীপুজোর দিন খোলা শেয়ার বাজার। তবে ১ নভেম্বর দিওয়ালির ছুটির জেরে বন্ধ থাকবে স্টক মার্কেট। তবে সেদিন সন্ধ্যায় ৬টা থেকে ৭টা পর্যন্ত মুহূরত ট্রেডিংয়ের জন্যে খুলবে শেয়ার বাজার। (আরও পড়ুন: LAC থেকে সেনা সর🐠ানো𒐪র কাজ প্রায় শেষ, চিন কথা রেখেছে কি না, জানবে কীভাবে ভারত?)
আরও পড়ুন: 'সরকারের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন SEBI প্রধান', আদানিকেꦑ টেনে বিস্ফোরক মহুয়া
এরপরে ৪ তারিখ ভাইফোঁটার ছুটি থাকবে পশ্চিমবঙ্গে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্যে কালীপুজোর ছুটি শুরু হবে ৩১ অক্টোবর। এরপর সেই ছুটি চলবে ভাইফোঁটা পর্যন্ত। এই আবহে নভেম্বরে প্রথমবারের জন্যে সরকারি কর্মীদের অফিসে যেতে হবে ৫ অক্টোবর। তবে তারপর ফের ছটপুজোর ছুটি পাবেন সরকারি কর্মীরা। উল্লেখ্য, ৭ এবং ৮ নভেম্বর ছট পুজোর ছুটি থাকবে দেশের বহু রাজ্যেই। এই আবহে সেই সময় ব্যাঙ্ক বন্ধ থাকবে বহু রাজ্যেই। এদিকে ছট পুজো উপলক্ষে রাজ্যেও বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর। বন্ধ থাকছে বেশ কিছু স্কুল, কলেজও। আগে এই ছুটিটি শুধুমাত্র যারা ছটপুজো করতেন তারাই পেতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছর খানেক আগে সকলের জন্যই ছটের ছুটি ঘোষণা করেন। (আরও পড়ুন: মধ্যর🔯াতে আতশবাজি থেকে দুর্ঘটনা মন্দিরে, আহত ১৫০, ৮ 🍌জনের অবস্থা সঙ্কটজনক)
আরও পড়ুন: লোকাল ট্রেনে বিস্ফোরণ, কামরায় লাগল আগুন, আতঙ্ক🌱িত যাত্রীদের ঝাঁপ চলন্ত ট্রেন থেকে
আরও পড়ুন: পরপর পিছ🔴নে ধাক্কা! স্কুটারকে পাশ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর কনভয়
উল্লেখ্য, ভাইফোঁটা, ছটপুজোর জন্যে নভেম্বরের শুরুতেই বেশ কয়েকটি ছুটি মিলবে। এরপর ৯ নভেম্বর মাসের দ্বিতীয় শনিবারে উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক༺। ১০ নভেম্বর রবিবারও সাপ্তাহিক ছুটির ফলে ব্যাঙ্কের গেট বন্ধ থাকবে। এরপর ১২ নভেম্বর এগাস-বাগওয়াল উপলক্ষে শুধুমাত্র উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশে। এরপর ১৭ নভেম্বর রব🎉িবার সাপ্তাহিক ছুটি বলে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৮ নভেম্বর কনকদাস জয়ন্তী উপলক্ষে কর্ণাটকে বন্ধ ব্যাঙ্ক। ২৩ নভেম্বর মাসের চতুর্থ শনিবারে বন্ধ থাকবে ব্যাঙ্ক আর নভেম্বরের শেষ ব্যাঙ্ক ছুটি থাকবে রবিবার ২৪ নভেম্বর।