চলতি অর্থবর্ষের শেষদিন রবিবার পড়েছে। এই আবহে ৩১ মার্চ ব্যাঙ্ক খোলা রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে সব ব্যাঙ্কের শাখা কি সেদিন খোলা থাকবে? না। সরকারি নির্দেশ অনুযায়ী, যে সকল ব্যাঙ্কের শাখা সরকারি লেনদেনের সঙ্গে যুক্ত, সেই সকল ব্যাঙ্কের শাখাকে খোলা রাখতে বলা হয়েছে। (আরও পড়ুন: আয় যত বেড়েছে, ভা𒊎রতীয়দের মাছেﷺর চাহিদা ততই বেড়েছে, দাবি সমীক্ষায়)
আরও পড়ুন: অসাম্যের নয়া রেকর্ডে ভারতে, শীর্ষ ১ শতাংশে💖র হাতেই দেশের ৪০% ধন, দাবি রিপোর্টে
এর অর্থ, শুধুমাত্র এজেন্সি ব্যাঙ্কগুলি খোলা থাকবে রবিবার, ৩১ মার্চ। এদিকে যে যে শাখা সেদিন খোা থাকবে, তা নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিতে প্রচার করতে ও বিজ্ঞাপন দিতে বলা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লেনদেন করা ৩৩টি এজেন্সি ব্যাঙ্ক রয়েছে। (আরও পড়ুন: অফসাইটে ৭-৮%🙈 বেতন বাড়াবে ভারতের এই আইটি সংস্থা, কপাল ✱পুড়বে অনসাইট কর্মীদের)
ভারতের ৩৩টি এজেন্সি ব্যাঙ্ক:
- ব্যাঙ্ক অফ বরোদা
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
- কানারা ব্যাঙ্ক
- ভারতের কেন্দ্রীয় ব্যাংক
- ইন্ডিয়ান ব্যাঙ্ক
- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
- পঞ্জাব ও সিন্ধু ব্যাংক
- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- ইউকো ব্যাঙ্ক
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড
- সিটি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড
- ডিসিবি ব্যাঙ্ক লিমিটেড
- ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড
- এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড
- আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড
- আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড
- আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক লিমিটেড
- ইন্দাসইন্ড ব্যাঙ্ক লিমিটেড
- জম্মু ও কাশ্মীর ব্যাংক লিমিটেড
- কর্ণাটক ব্যাঙ্ক লিমিটেড
- করুর বৈশ্য ব্যাঙ্ক লিমিটেড
- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড
- আরবিএল ব্যাংক লিমিটেড
- সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক লিমিটেড
- ইয়েস ব্যাঙ্ক লিমিটেড
- ধনলক্ষ্মী ব্যাঙ্ক লিমিটেড
- বন্ধন ব্যাঙ্ক লিমিটেড
- সিএসবি ব্যাঙ্ক লিমিটেড
- তামিলনাড় মার্কেন্টাইল ব্যাঙ্ক লিমিটেড
- ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড
এদিকꦰে আগামী ২৫ তারিখ, সোমবার দেশে পালিত হবে হোলি। এছাড়াওౠ দেশ জুড়ে আগামী ২২ থেকে ৩১ মার্চের মধ্যে মোট ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। একনজরে দেখে নিন সেই ছুটির তালিকা -