RBI-এর নোটিফিকেশন অনুযায়ী আগামী ৫ দিন দেশের বিশেষ কিছু রাজ্যে ব্যাঙ্ক ছুটি। ফলে ব্যাঙ্কের শাখায় গ্রাহক পরিষেবা বন্ধ থাকবে।বর্তমানে করোনা পরিস্থিতিতে ব্যাঙ্কের গ্রাহক পরিষেবার সময় হ্রাস করা হয়েছে। ফলে, আগামী কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, আগে থেকে তা জেনেই ব্যাঙ্কে যাওয়া ভাল।কোন রাজ্যে কোনদিন ব্যাঙ্কের শাখায় পরিষেবা বন্ধ থাকবে?১. ১৭ জুলাই ত্রিপুরার আগরতলা এবং মেঘালয়ের শিলংয়ে তিরত্ সিং ডে বা খরচি পুজো উপলক্ষ্যে ব্যাঙ্ক ছুটি।২. আগামী রবিবার, ১৮ জুলাই সব রাজ্যেই ব্যাঙ্ক ছুটি থাকবে। তাই এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।৩. আগামী সোমবার, ১৯ জুলাই গুরু রিম্পোচের থুঙ্গকার সেচু উপলক্ষ্যে সিকিমের রাজধানী গ্যাংটকে ব্যাঙ্কে গ্রাহক পরিষেবা বন্ধ থাকবে।৪. আগামী মঙ্গলবার, ২০ জুলাই বকরি ইদ উপলক্ষ্যে জম্মু, শ্রীনগর, কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।৫. আগামী বুধবার, ২১ জুলাই দেশজুড়ে ব্যাঙ্কের শাখাগুলিতে গ্রাহক পরিষেবা বন্ধ। তবে আইজল, কোচি, ভুবনেশ্বর, তিরুবনন্তপুরম এবং গ্যাংটক ব্যতিক্রম। সেখানে শাখাগুলি খোলা থাকবে।