শিয়রে লোকসভা ভোট। ২෴০২৪ লোকসভা ভোটের আগে রাজনৈতিক আঙিনার একাধিক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। তারইমধ্যে আলাদা করে জায়গা করে নিয়েছে বিজেপি কাউন্সিলার দেবেন্দ্র রাঠৌরের ভিডিয়ো। তিনি মধ্যপ্রদেশের বিজেপি কাউন্সিলার। তাঁর অভিযোগ, এলাকায় বহুদিন ধরে নিকাশী নিয়ে অভিযোগ রয়েছে। তিনি নিজে নর্দমার আবর্জনা নিয়ে বহু অভিযোগ জানিয়েছেন, শেষমেশ কোনও কাজ না হওয়ায় বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এই কাউন্সিলার নেমে পড়লেন ম্যানহোলে। সেখানে নেমে তিনি পরিষ্কার করলেন নর্দমার আবর্জনা।
মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের বিড়লা নগরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবেন্দ্র রাঠোর। সদ্য তাঁর ভিডিয়ো হয়েছে ভাইরাল। তাঁকে দেখা গিয়েছে, নিজে ম্যানহোলে নেমে নর্দমার নোংরা আবর্জনা সাফ করছেন। তাঁর এই নোংরা সাফাইয়ের ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। এরপরই খবর যায় স্থানীয় পুরসভায়। সেখান থেকে পুরꩵসভার টিম এসে পরিষ্কার করতে শুরু করে নর্দমা। বুধবার পর্যন্ত এই পরিচ্ছন্নতার কর্মকাণ্ড চলে। প্রসঙ্গত, এলাকার নর্দমায় বহুদিন ধরে নোংরা আটকে থেকে নিকাশীর সহজ পথের রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তা পরিষ্কার করার জন্য বহুবার স্থানীয় পুরসভাকে জানানো হয়েছিল বলেও দাবি করেন দেবেন্দ্র। তবে শেষমেশ পুরসভার তরফে উদাসীনতা দেকে খোদ কাউন্সিলারই ম্যানহোলে নেমে পড়েন।
(Vastu Tips: নিত্য স্বামী-স্ত্রীর ঝগড়া? বাড়িতে জুতো, চটি এইভাবে রাখছেন না তো! টাকা ꦗপয়সার উন্নতিতে বাস্তুটিপস দেখে নিন )
(Narendra Modi in Coochbehar: ‘মমতা দিদি𒁃কে, বাংলার সরকারꦫকে কৃতজ্ঞতা জানাই…’ শুরুতেই মোদী মনে করালেন কোন ঘটনা? )
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দেবেন্দ্র রাঠোর জানান, ‘১৫ নম্বর ওয়ার্ডে একটি বড় নর্দমা সমস্যা ছিল এবং বাসিন্দাদের বাড়ির ভিতরে নোংরা জল প্লাবিত হয়েছিল। জনসাধারণ প্র🅠চন্ড দুর্গন্ধের সম্মুখীন হচ্ছে এবং বিষয়টি পরিষদের সামনেও আনা হলেও কেউ তাতে কর্ণপাত করেনি।’ এরপর তিনি বলেন, ‘ এই ঘটনার পর আমি কমিশনারকে বলেছি, মেয়রকেও অনুরোধ করেছি এবং বিষয়টি কাউন্সিলে উত্থাপন করেছি কিন্তু বিষয়টি শোনা হয়নি। এর পরে আমি বুঝতে পেরেছিলাম যে এই বিষয়টি আমাকে নিজেই সমাধান করতে হবে।’ বিজেপির এই কাউন্সিলার বলছেন, ‘জনগণ আমাকে ভোট দিয়েছে এবং আমাকে তাদের ভোটের মূল্য দিতে হবে, তাই আমি নর্দমা পরিষ্কার করেছি কারণ কেউ শুনছে না এবং জনগণ সমস্যার সম্মুখীন হচ্ছে। ’