মাঝেমধ্য়েই নানা কাণ্ডকারখানার জেরে রঙিন হয়ে ওঠে মুম্বই নগরী। তবে এবার একেবারে লোকা🍰ল ট্রেনের মধ্যেই উদ্দাম নাচ। আবার যে সে নাচ নয়। রীতিমতো বেলি ডান্স দেখিয়ে মাতিয়ে দিলেন এক যুবতী। সেই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে সেখানে দেখা গিয়েছে ট্রেনের মধ্য়েই এক তরুণী বে♐লি ডান্স করছেন।
তবে এই নাচের ঘটনায় 🌄নানা মতামত উঠে আসছে। এভাবে ট্রেনের কামরায় নাচ করা কতটা শোভনীয় তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই সঙ্গে রেল কর্তৃপক্ষের কেন নজরদারি নেই সেই প্রশ🌟্নও উঠছে।
তবে বাংলার লোকাল ট্রেনেও নাচ গান হয়। অনেক সময়ই নানা সুরে গান গেয়ে পয়সা উপায় করেন অনেকেই। আবার বাচ্চাদ🔯ের কাজে লাগিয়ে নাচানো হয় লোকাল ট্রেনে। সেটা দেখে পয়সাও দেন কেউ কেউ। কিন্তু এই ঘটনা অনেকের কাছেই অভিপ্রেত নয়। তবে এবার মুম্বইয়ের লোকাল ট্রেনে একেবারে বেলি ডান্সের🌳 আসর।
তবে ভিডিয়োতে দেখা গিয়েছে এ🌃ক তরুণী নীল রঙের ঘাগরা পরে ট্রেনের দরজার কাছে নাচ করছেন। কোমর, পেট দুলিয়ে তার নাচ। অনেকের মতে এর মধ্য়ে দো🉐ষের কী আছে? তিনি তো কারোর ক্ষতি করছেন না। কেবলই নাচ করছেন। নাচ তো ভালো জিনিস। আবার অন্যপক্ষের মত নাচের জন্য ট্রেন নয়। এভাবে চলন্ত ট্রেনের মধ্যে নাচ করাটা একেবারেই ঠিক নয়।
তবে ঠিক কবে ট্রেনের মধ্য়ে🌃 এই বেলি ডান্স হয়েছে তা নিশ্চিত নয়। মনে করা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ের সাবারবান সেকশনে এই নাচের আসর হয়তো বসেছিল।
এদিকে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে এক্স প্লাটফর্মে। সেখানে লেখা হয়েছে মুম্বইয়ের লোকাল ট্রেন এখন প্রতিভা প্রদর্শনের জায়গা। এরপরই এনিয়ে নানা মন্তব্য ভেসে আসছে। তবে এই ভিডিয়ো দেখে সাড়া দিয়েছে সেন্ট্রাল রেলওয়ের মুম্বই ডিভিশন। রেল জানিয়েছে, ট্রেনের কামরায় এসব করবেন না। কারণ ট্রেন যাতায়াতের জন্য। এটা গণ 𝓀পরিবহণের মাধ্যম। এটা নাচের জায়গা নয়।