ফের একবার ইজরায়েলের মসনদে বেঞ্জামিন নে🐭তানইয়াহু। গত ১৮ মাসে ইজরায়েলের রাজনীতি একাধিক দোলাচল দেখেছে। এরপর ফের একবার সেদেশের প্রধানমন্ত্রী পদে বসলেন বেঞ্জামিন নেতানইয়াহু꧑। উল্লেখ্য, ইজরায়েলের পার্লামেন্টে নেসেটের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বেঞ্জামিন নেতানইয়াহু।
মসনদে বসেই একাধিক বিষয়ে বেঞ্জামিন দিয়েছেন প্রতিশ্রুতি বার্তা। তিনি জানিয়েছেন, দেশে অশান্তি সৃষ্টি করতে পারে এমন শক্তি থেকে দেশকে তিনি দূরে রা🐠খতে বদ্ধপরিকর। উল্লেখ্য, নেতানইয়াহু হাত ধরে ধর্মীয়ভাবে রক্ষণশীল এক সরকার ফের একবার ইজরায়েলের কর্তৃত্বে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে ষষ্ঠ বারের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে বসলেন বেঞ্জামিন নেতানইয়াহু। উল্লেখ্য, ইজরায়েলের বুকে কয়েক দশক ধরে তাঁর রাজনৈতিক দাপট ছিল বেশ পোক্ত। সেই দাপুটে কর্তৃত্ব ধরে রেখেই ইজরায়েলে ফের একবার বেঞ্জ﷽ামিন নেতানইয়াহুর সরকার প্রতিষ্ঠিত হল। উল্লেখ্য, এই ভোট পর্ব শুরু হয়েছে ১ নভেম্বর। এই গোটা ভোচ পর্ব ও বেঞ্জামিনের সরকারে আসা নিয়ে কয়েকটি বিষয় দেখে নেওয়া যাক।
১) ১ নভেম্বর ২০২২ সালে ইজরায়েলে ভোট আয়েজিত হয়। সেই ভোটে ১২০টির মধ্যে ৩২ টিতে জয়ী হয় দক্ষিণ পন্থী লিকু𝐆দ পার্টি।
২) ভোটে দেখা গিয়েছে ২৪ টি আসনে জিতেছে ইয়ার লেপিদে♈র রাজনৈতিক দল ইয়েশ আতিদ। এই পরিস্থিতিতে মধ্যপন্থী ও কট্টর দক্ষিণপন্থী দলগুলি সমর্থনের বার্তা দেয় বেঞ্জামিন নেতানইয়াহুকে। বৃহস্পতিবারের নেসেটে বেঞ্জামিনের প্রতি ☂৬৩ জনের সমর্থন আসে।
৩) মধ্যপন্থী ও দক্ষিণপন্থী দলগুলির কাছ থেকে সমর্থন পেয়ে ফেল ১৮ মাস পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী পদ♛ে বসেন বেঞ্জামিন নেতানইয়াহু। প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে বেঞ্জামিন নেতান ইয়াহুকে সরিয়ে সেখানে আসে নতুন ইজরায়েল সরকার।
৪) ততদিনে ১২ বছর ইজরায়েলের ক্ষমতায় থাকা দোর্দণ্ডপ্রতাু নেতা হিসাবে নেতানইয়াহুর পরিচিতি তৈরি হয়। এরপর এ🌌ই মসনদচ্যূতি সেদেশের রাজনীতিতে একটি বড় বিষয় বলে জানা যায়।&n𝓡bsp;
৫) তবে ক্ষমতাসꦕীন রাজনৈতিক জোটের মধ্যেই দ্বন্দ্বের নিনাদ শুরু হয় সেই সরকারে🍬র পথ চলার প্রথমের দিক থেকেই। অন্তর্দ্বন্দ্ব তখন থেকেই দানা বাঁধে।
৬) এরপর ভোটের পথে হাঁটে ইজরায়েল। এই নিয়ে সেদেশে গত ৫ বছরে ৪ বার নির্বাচন হয়েছে। আর সর্বশেষ নির্বাচনে সদ্য সেদেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হন বেঞ্জ💦ামিন নেতানইয়াহু।