চলতি বছর শেয়ার বাজার বেশ টালমাটাল। তার মধ্যেও কিছু স্টক বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে। স্মল ক্যাপ সংস্থা পান্থ ইনফিনিটি লিমিটেড-ও(Panth Infinity Limited) সেই স্টকগুলির মধ্যে অন্যতম। ২০২২ সালে বিনিয়োগকারীদের দারুণ রিটার্ন দিয়েছে পান্থের শেয়ার।পারফরম্যান্স এতটাই ভালো যে, কোম্পানি তার শেয়ারহোল্ডারদের বোনাসও দিচ্ছে। তার মানে ভাবুন, এই সময়েও কতটা দুর্দান্ত পারফরম্যান্স হয়েছে।পান্থ ইনফিনিটি লিমিটেড-এর শেয়ারের পারফরম্যান্সগত এক বছরে স্টকটি ৪৪৭.৭৯% বৃদ্ধি পেয়েছে। ৮ জুলাই ২০২১-এ BSE-তে এক-একটি শেয়ারের দাম ছিল ৯.৯৪ টাকা করে।সেটাই ৭ জুলাই ২০২২-এ ৫৪.৪৫ টাকার স্তরে পৌঁছে যায়।গত ৬ মাসের স্টকটি ৩০২.১৪% রিটার্ন দিয়েছে। এটুকু সময়েই, শেয়ারের দাম ১৩.৫৪ টাকার স্তর থেকে বেড়ে ৫৪.৪৫ টাকায় পৌঁছেছে। গত এক মাসেও এই স্টকটি বিনিয়োগকারীদের ১২৪% রিটার্ন দিয়েছে। ১ লাখ টাকায় কত রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা?এক মাস আগেকেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে তাঁর টাকা বেড়ে ২.২৪ লক্ষ টাকা হয়ে গিয়েছে।৬ মাস আগেএক লাখ টাকার রিটার্ন এখন বেড়ে দাঁড়াবে ৪ লাখ ২ হাজার টাকা।১ বছর আগে১ লাখ টাকা বিনিয়োগ করলে, তার রিটার্ন আজ ৫.৪৭ লাখ টাকা হয়ে যাবে।বোনাসকোম্পানি ১৯ জুলাই বোনাস শেয়ারের তারিখ নির্ধারণ করেছে। এই দিন কোম্পানির যোগ্য শেয়ারহোল্ডাররা প্রতি ২টি শেয়ারের জন্য ১টি করে শেয়ার পাবেন। এর ফেস ভ্যালু হবে ১০ টাকা করে।কীসের সংস্থা? পান্থ ইনফিনিটি লিমিটেড গয়না সংক্রান্ত ব্যবসা করে। মার্কেট ক্যাপ ৬৭ কোটি টাকা।