বিশ্বকল্যাণ পুরকায়স্থঅসমে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা বের হয়েছিল। রবিবার সেই মিছিলের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বোরাহ এই ঘটনায় জখম হয়েছেন বলে দাবি করা হচ্ছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি, তাঁর গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। অসমের মুখ্য়মন্ত্রী এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। অসম কংগ্রেসের পক্ষ থেকে জখম নেতার ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, অসমের রাজনৈতিক ইতিহাসে অন্য়তম নিন্দাজনক ঘটনা। হিমন্ত বিশ্বশর্মার পোষিত গুন্ডারা হামলা চালিয়েছে। মুখ্য়মন্ত্রী যে ভয় পেয়েছেন এটা তারই লক্ষণ।পরে কালিয়াবর এলাকায় একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, আজ ওরা আমার রক্ত ঝরিয়েছে। আমি রক্তমাখা জামাকাপড়গুলো রেখে দিয়েছি। এটা আমায় মনে করিয়ে দেবে এদিনের আঘাতের কথাটা।জয়রাম রমেশ একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, আমার গাড়িতে হামলা চালানো হয়েছিল। বিজেপির লোকজন এটা করেছে। গাড়ির সামনে থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার স্টিকারও ওরা ছিঁড়ে দিয়েছে।তিনি আরও লিখেছেন, ওরা জল ছুঁড়েছে, এই যাত্রা বিরোধী স্লোগান দিয়েছে। কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। অসমের মুখ্য়মন্ত্রী এই যাত্রাকে থামাতে পারবেন না। আমরা এগিয়ে চলব।তবে এই বার্তার জবাবে হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, একটা মামলা দায়ের করুন দয়া করে, অসম ডিজিপি এটা নিয়ে তদন্ত করবেন।রাহুল গান্ধী জানিয়েছেন, একদল যুবক বিজেপির পতাকা নিয়ে আমার বাস থামিয়েছিল। ২০- ২৫জন বিজেপি কর্মী লাঠি হাতে আমাদের বাসের সামনে চলে আসেন। তারা ভাবছিলেন কংগ্রেস বিজেপি আরএসএসকে ভয় পাবে। ওরা স্বপ্ন দেখছেন। তারা যত খুশি পোস্টার, প্লাকার্ড ছিঁড়ুক। আমরা কাউকে ভয় পাই না। পিএম নরেন্দ্র মোদী কিংবা অসমের মুখ্য়মন্ত্রী কাউকে ভয় পাই না আমরা।