ভারত জোড়ো ন্যায় যাত্রার নেতৃত্ব দিতে আপাতত অসমে রয়েছেন রাহুল গান্ধী। আজ সেখানেই একটি মন্দিরে যেতে গিয়ে বাধার মুখে পড়লেন কংগ্রেস নেতা। প্রসঙ্গত, আজই অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কংগ্রেস নেতৃত্বও। তবে সেই অনুষ্ঠানে যাননি সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। এদিকে রাহুল আজ সকালেই অসমের বাতদ্রব থান নামক একটি মন্দিরে যেতে চান। তবে পুলিশ রাহুলকে আটকে দেয়। জানানো হয়, ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুপুর তিনটে পর্যন্ত কেউ আজ সেই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এরপরই প্রধানমন্ত্রী মোদীর নাম না নিয়েও কটাক্ষের সুরে রাহুল বলেন, আজ মনে হয় একজনই মন্দিরে প্রবেশ করতে পারবেন। (দেখুন: রামে মজলেন আম্বানি, ভাইরাল মুকেশের অ্যান্টিলিয়া)
আরও পড়ুন: অযোধ্যায় নেই আডবাণী, প্রাণপ্রতিষ্ঠার দিনে থাকলে♊ন না রামমন্দির আন্⛎দোলনের ‘সারথি’
মন্দিরে প্রবেশ করতে গিয়ে পুলিশি বাধা পেয়ে রাহুল গান্ধী দাবি করেন, তাঁকে সেখানে আমন্🅘ত্রণ জানানো হয়েছিল। রাহু꧅ল বলেন , 'আপনারাই আমাকে অনুমতি দিয়েছিলেন। এখন বলছেন ভিতরে যাওয়া যাবে না। আমি কী এমন অপরাধ করেছি যে আমি মন্দিরে ঢুকতে পারব না? '
আরও পড়ুন: আজ নয়া বিগ্রহে💙 ‘প্রাণ প্রতিষ্ঠা’, 'পুরনো' রামলালার কী হবে? জানুন প্রতিমা কা🙈হন
এদিকে সম্প্রতি ভারত জোড়ো ন্য়ায় যাত্রার সময় অসমেই রাহুল গা🃏ন্ধীর বাস ঘিরে 'জয় শ্রী রাম' স্লোগান তোলে কয়েকজন যুবক। সেই স্লোগান শুনে রাহুল গান্ধী বাস থেকে বেরিয়ে আসেন বলে দাবি করা হয়। হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে অমিত মালব্য সেই ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাসের ভেতর বসে রয়েছেন রাহুল গান্ধী। আর বাইরে তখন জয় শ্রীরাম ধ্বনি। আচমকাই উঠে পড়েন রাহু🔯ল। এরপর তিনি বাসের দরজার কাছে চলে যান। তিনি বলেন, দরজা খোলো। এরপর দরজা খুলতেই তিনি নেমে পড়েন। ভিড়ের দিকে এগিয়ে যান তিনি। ভিডিয়ো পোস্ট করে হিমন্ত লেখেন, 'শ্রী রাম লালার প্রাণপ্রতিষ্ঠার আগে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার অধিকার রয়েছে রামভক্তদের। রাহুল গান্ধীর মেজাজ হারানোটা উচিত হয়নি। জয় শ্রীরামে অ্য়ালার্জি রয়েছে রাহুলের। তিনি হিংসায় উসকানি দিতে পারেন না। এভাবে তিনি জনতাকে হুমকি দিতে পারেন না।'
আরও পড়ুন: রামমন্দ♉ির কমপ্লেক্সে ১টা নয়, আছে একাধিক মন্দির! জানুন র𒅌ামলালার গৃহের খুঁটিনাটি
এদিকে রাহুল গান্ধীও এক্স মাধ্যমে এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, কী ভাবছে কংগ্রেস কি আরএসএস , বিজেপিকে আমি ভয় পাই? আমি নরেন্দ্র মোদীকে ভয় পাই না। না এখানকার মুখ্যমন্ত্রীকে ভয় পাই। তবে দুটি ভিডিয়ো একই কি না সেটা যাচাই করতে পারে🥃নি হিন্দুস্তান টাইমস বাংলা।