গত ৪ জুন প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল। তারপর ৭ দিন পার হতেই বিহারের নির্দল সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হল। পূর্ণিয়ার এই সাংসদের বিরুদ্ধে এক ব্যবসায়ীর থেকে তোলাবাজির চেষ্টার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কংগ্রেসের🏅 রাজ্যসভার সাংসদ রঞ্জিত রঞ্জনের স্বামী হলಞেন রাজেশ রঞ্জন,যে রাজেশ রঞ্জন গোটা বিহার তথা জাতীয় রাজনীতিতে পপ্পু যাদব নামে পরিচিত।
কংগ্রেস ঘনিষ্ঠ সাংসদ হিসাবে পরিচিতি রয়েছে পপ্পু যাদবের। বিহারের পূর্ণিয়ার এই সাংসদ, রাজনৈতিক জীবনে ৩০ বছর ধরে নানান মোড় দেখেছেন। নির্দল সাংসদ হওয়ার আগে পাপ্পু যাদব জন অধিকার পার্টির প্রেসিডেন্ট ছিলেন, যে পার্টি পরে কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হয়। যদিও ২০২৪ লোকসভা ভোটে পাপ্পু নির্দল হিসাবে লড়তেই সমর্থ হন। তবে নির্বাচনের পর ভোটে জেতার সপ্তাহ পার হতেই এবার পা﷽প্পু যাদবের বিরুদ্ধে দায়ের হল তোলাবাজির মামলা।
(Jewellery Fraud Case:৩০০ টাকার গয়না বিদে💎শিনীকে ৬ কোটিতে বিক্রি! পলাতক দোকানদার, রাজস্থানের কোথায় ঘটল এমন?)
( Jamai Shasthi 2024: জামাইষষ্ঠী ২০২৪র তিথি আজ 🐼কখন থেকে পড়ছে? ১২ জুন কতক্ষণ থাকছে🉐 সময়কাল? রইল পঞ্জিকামত)
(Astro Tips: বাড়িতে কোন জায়গায় স্বস্তিকা চিহ্ন রাღখা শꦦুভ? সংসারে সমৃদ্ধিতে মা লক্ষ্মীর কৃপা পেতে কিছু টিপস রইল)