শনিবার মুম্বইয়ে এক বাইক চালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে অটো চালকদের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে ৯ জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিযুক্তরা পাথর দিয়ে আঘাত করে হায়দরাবাদে𝐆র বাসিন্দা ২৮ বছর বয়সি যুবক আকাশ মইনকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। তারপরেই তদন্তে নেমে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: এয়ার হোস্টেস খুনে অভি🌳যুক্ত👍ের নিথর দেহ মিলল লক আপে, মুম্বই খুনে নয়া মোড়
জানা গিয়েছে, আকাশ একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্যবসা চালাতেন। স্ত্রীর সঙ্গে তিনি হায়দরাবাদে থাকতেন। আর তাঁর বাবা মা থাকেন মুম্বইয়ে। পুজোয় বাবা-মায়ের কাছে এসেছিলেন। গত শনিবার ওই দম্পতি একটি নতুন স্কুটার কিনে বাড়ি ফিরছিলেন। মইনের সঙ্গে ছিলেন তার স্ত্রী। তাদের পিছনে অটোয় যাচ্ছিলেন তার বাবা-মা। সন্ধ্যা ৬.৩০ টার দিকে যখন তারা শিবাজি চকের অভ্যুদয় ব্যাঙ্কের উল্টোদিকে মালাড (পূর্ব) রেলস্টেশনের কাছে পৌঁছয়। তখন একটি অটোরিকশা চালকের সঙ্গে মইনের বচসা বাঁধে। অভিযোগ, চালক গাড়িটি মইনের সামনে রেখেছিল। তাই নিয়ে বচসার জেরে অটোরিকশা চালক ও তার দুই বন্ধুকে মইন মারধর করে বলে অভিযোগ। এর পরে অটোরিকশা চ🍬ালক এবং তার দুই বন্ধু আরও কয়েকজনকে ডেকে একসঙ্গে মইনকে মারধর করে।