‘রাম নবমী এবং হনুমান জয়ন্তীতে ঘটে যাওয়া সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলি সমাজকে বিচ্ছিন্ন করার একটি ষড়যন্ত্র।’ কর্ণাটকের হোসাপেতে ভারতীয় জনতা পার্টির কর্মীদের একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই কথা বলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি 🎀নড্ডা। নড্ডার দাবি, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরে বিজেপির জয়ের কারণেই ‘হিন্দুদের উপর হামলা’ হচ্ছে। নড্ডা আ൲রও বলেন, ‘মুখ্যমন্ত্রী বোম্মাই নিশ্চয় এই সব ঘটনার তদন্ত করবেন কিন্তু আমার মনে হয় সমাজকে বিভাজিত করতেই এই ঘটনা ঘটানো হচ্ছে।’
এদিকে এদিন তিনি কর্ণাটকের পূর্বতন কংগ্রেস সরকারকে তোপ দাগেন। নড্ডা কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন যে💃 সিদ্দারামাইয়া সরকারে থাকাকালীন পপুলার ফ্রন্ট ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে💃ছিলেন। নড্ডা বলেন, ‘আপনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলবেন কিন্তু জঙ্গিদের মুক্তি দেবেন। কিন্তু আমাদের সরকার দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করবে।’
উল্লেখ্য, শনিবার কর্ণাটকের হুবলি জেলাতে হনুমান জয়ন্তী ঘিরে অশান্তির খবর পাওয়া যায়। সেখানে সহিংসতায় এক ইন্সপেক্টর সহ ৪ পুলিশ কর্মী জখম হন বলে জানা যায়। এরপরই শহর জুড়ে দাঙ্গাবাজদের ধরতে অভিযান চালায় পুলিশ। ঘটনার পর থেকে মোট ৪০ জনকে গ্রেফতার করে পুলিশ। জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে𒀰। তা সত্ত্বেও রবিবার সকালেও নাকি সেখানে দুই সম্প্রদায়ের মধ্যে পাথর ছোড়াছুড়ি হয়। পরে বেলা বাড়তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।