সদ্য পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এক বিতর্কিত মন্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে কুরুচিকর মন্তব্য করেন। এরপর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে বিলাওয়ালের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ শুরু হয়েছে। বিজেপি ✤💯নেতারা ক্ষোভে ফেটে পড়েছেন প্রতিবাদে। এরই মাজে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা বিলাওয়াল ভুট্টোর মাথার ‘দাম’ ঘোষণা করেছেন।
বিজেপির মনুপাল বনসল উত্তরপ্রদেশের এক তাবড় নেতা। বিজেপির কিষাণ মোর্চার এই নেতা ঘোষণা করেছেন, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিল💎াওয়াল ভুট্টোর 'মাথার দাম'। এই মূল্যের ২ কোটি টাকা তিনি দেবেন বলেও সোচ্চার ঘোষণা প্রতিবাদের মঞ্চ থেকে তিনি করেছেন। বিজেপির তরফে উত্তরপ্রদেশের এই নেতা এক মঞ্চ থেকে সোচ্চার বার্তায় বিলাওয়াল জারদারির বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। প্রধানমন্ত্রী মোদীকে, বিলাওয়াল জারদারি ‘গুজরাটের কসাই’ বলার প্রতিবাদে মানুপাল বনসল ক্ষোভে ফেটে পড়েন। বিজেপির♉ প্রচার মঞ্চ থেকে তিনি এই সোচ্চার বার্তা দেন।
চলন্ত𝔉 বাসের নিচে ঢুকে গেলেন ব্যক্তি, মিনিট খান🌳েক পর হেঁটে বের হতেই ফিরল স্বস্তি!
মনুপাল বনসল বলেন, ‘আমি নিজের ক্ষমতায় এই পুরস্কার ঘোষণা করছি’। সেই সঙ্গেই তিনি ২ কোটি টাকার পুরস্কার মূল্য ঘোষণা করেন বিলাওয়ালের মাথার দাম হিসাবে। মানুপাল বলেন,'আমি ঘোষণা করছি, যে যিনি বিলাওয়াল ൩ভুট্টোর মাথা থেকে শরীর আলাদা করে দেবেন, তাঁকে আমি ২ কোটি টাকা দেব।' পাকিস্তানের মন্ত্রীকে নিয়ে এই মন্তব্যের পর মনুপাল বনসল সাংবাদিকদের সম্মুখে বলেন ‘হ্যাঁ আমি একথা বলেছি। ২ কোটি টাকার পুরস্কার আমি দেব। যে প্রধানমন্ত্রীকে আমরা এত শ্রদ্ধা করি, সেই প্রধানমন্ত্রী সম্পর্কে যদি ওঁরা (পাকিস্তান) এমন কথা বলতে পারে, তাহলে সেই ব্যক্তিকেও আমরা সহ্য করব না। আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমাদের খুবই আন্তরিকত🧔া রয়েছে। আর আমরা এটা মেন নেবনা। তাঁর জন্য কিছু করতে হলে আমাদের কোনও অসুবিধা নেই।’