নাবালিকাকে ধর্ষণ করার দায়ে আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন। গতকাল সেই মামলায় সাজাও শুনলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। সোনভদ্র জেলার দুধি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধি রামদুলার গোন্ডকে ২৫ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে রামদুলারকে। জানা গিয়েছে, নয় বছর আগে, ২০১৪ সালে রামদুলার বিরুদ্ধে মেয়রপুর থানায় নাবালিকা ধর্ষণের মামলা করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই গতকাল সাজা শোনানো হল বিজেপি বিধায়ককে। (আরও পড়ুন: নৈরাজ্য সৃষ্টি করে... 'সংসদ হানার মাস্ট💖ারমাইন্ড' ললিত ফাঁস ♑করল আসল পরিকল্পনা)
মামলা চলাকালীন অভিযোগকারীরা জানায়, ২০১৪ সালের ৪ নভেম্বর রামদুলার গ্রামের এক ১৫ বছর বয়সি কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি মেয়েটির পরিবার জানতে পারে। এরপরে নির্যাতিতার ভাই মেয়রপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ পকসো আইনে মামলা নথিভুক্ত করে এবং আদালতে ফাইল পেশ করে। দীর্ঘ শুনানির পর, অবশেষে দোষী সাব্যস্ত হয় বিজেপি বিধায়ক। এই মামলা চলাকালীন প্রসিকিউশনের 📖আইনজীবী সত্যপ্রকাশ তিওয়ারি এবং বিকাশ শাক্য দুধির বিধায়ক রামদুলার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ পেশ করেন আদালতে। এদিকে বিধায়কের পক্ষে যুক্তি উপস্থাপন করতে আদালতে ছিলেন আইনজীবী রামবৃক্ষ তিওয়ারি। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করে এবং ১৫ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। এই আবহে শুক্রবার অতিরিক্ত দাযꦺ়রা জজ এহসানুল্লাহ খানের এজলাসে এই মামলায় সাজা শোনান।
আরও পড়ুন: 'খারাপ হবে…', পান্নুন কাণ্ড নিয়ে বা🥃ꦚর্তা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন আইন প্রণেতাদের