বিজেপি সাংসদের মাটন পার্টি পরিণত হল রণক্ষেত্রে। খাবারের মেনুতে ছাগলের মাংস দেওয়ার কথা ছিল। কিন্তু, তার পরিবর্তে আমন্ত্রিতদের দেওয়া হল মাংসের ঝোল। আর তাই নিয়ে তুমুল গন্ডগোল বাঁধে মটন পার্টিতে। সদস্যদের হাতাহাতি, মারামারিতে কার্যত রণক্ষেত্রে পরিণত হল পার্টি। ফলে অতিথীদের অনেকেই পার্টি ছেড়ে পালিয়ে বাঁচেন। ⭕ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভদোহী জেলায়।
আরও পড়ুন: তৃণমূল–বিজে🐬পি সংঘর্ষে উত্তপ্ত ক্যানিং, লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঝরল রক্ত
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। ভদোহীর বিজেপি সাংসদ বিনোদ বিন্দ মির্জাপুরে দলীয় কার্যালয়ে মাটন পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে প্রায় এক হাজার জনকে আমন্ত্রণ করা হয়েছিল। সেই মতোই আশেপাশের এলাকা থেকে কয়েকশো মানুষ সেই পার্টিতে উপস্থিত হয়েছিলেন। এরপর যখন আমন্ত্রিতদের খাবার বিতরণ শুরু হয় তখনই ঘটে বিপত্তি। কারণ তাদের মাংসের পরিবর্তে শুধু ঝোল দেওয়া হয়েছিল। এনিয়ে তুমুল হট্টগোল শুরু হয় পার্টিতে। কেন মাংসের বদলে ঝোল দেওয়া হল তাই নিয়ে খাবার পরিবেশনকারীদের সঙ্গে বচসা বাঁধে আমন্ত্রিতদের মধ্যে। ক্রমেই সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। এরপর দ্রুত অন্যান্যদের মধ্যে সেই হাতাহাতি ছড়িয়ে পড়ে। এতে পার্টি অফিস রণক্ষেত্রে পরিণত হয়। লোকজনকে খাবারের জন্য দৌড়াতে দেখা যায়। সেই সময় পদদলিত হয়ে কয়েকজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায়। অনুষ্ঠানের পরে অনেক লোককে তা๊দের পরিবারের জন্য খাবার প্যাক করে নিয়ে যেতে দেখা যায়।
জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর মাজওয়ান বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। সে কথা মাথায় রেখেই বৃহস্পতিবার সাংসদ বিনোদ বিন্দ কার্যালয়ে জনসংযোগের উদ্দেশ্যে মꦦাটন পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু মাংস না পাওয়ায় মানুষꦬ ক্ষুব্ধ হয়ে ওঠে।
পরে শুক্রবার জেলার মাঝাওয়ান এলাকায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি জনসভায় সাংসদের সঙ্গে যোগাযোগ করা হয়। নির্বাচনী বিধি থাকা সত্ত্বেও দলটি কীভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করল তা নিয়ে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে সাংসদের অফিসের তরফে জানানো হয়েছে, কিছু মদ্যপ যুবক অনুষ্ঠান🔯ের একেবারে শেষ মুহূর্তে গিয়ে ঝামেলা তৈরি করে। তবে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখনই। 🐎স্বাভাবিকভাবেই এমন ধরনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। এনিয়ে বিরোধীদের মন্তব্য পাওয়া যায়নি।