আগামী বছরের জানুয়ারি মাꦡসের শেষেই বিজেপির সঙ্গে আসন সমঝোতা হতে পারে বলে আশ্বাস দিয়েছেন জেডিএস নেতা তথা প্রাক্তন মুখ্য়মন্ত্রী এইচডি কুমারস্বামী। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ও জেডিএসের মধ্যে আসন সমঝোতা করা নিয়ে নানা সময় আলোচনা হয়েছে। এবার সেই আসন সমঝোতা নিয়ে আশার কথা শোনানো হয়েছে। জেডিএসের তরফে।
সংসদ ভবনে পিএম অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় জেডিএস নেতা তথা প্রাক্তন মুখ্য়মন্ত্রী এইচডি কুমারস্বামীর। সেখানে তাঁর পিতা এইচ ডি দেবেগৌড়াও উপস্থিত ছি🍌লেন। সেখানে আসন সমঝোতা সংক্রান্ত আলোচনা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, বিজেপি ও জেডিএসের মধ্য়ে গত সেপ্টেম্বর মাসে জোট হয়েছিল। কিন্তু কীসের ভিত্তিতে তাদের মধ্যে আসন সমঝোতা হবে তা নিয়ে বিশে♌ষ কোনও🎐 কথাবার্তা হয়নি এতদিন। তবে এবার খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসলেন জেডিএস নেতৃত্ব। কুমারস্বামী জানিয়েছেন, একটা আসন বেশি পাব অথবা কম পাব, এটা বিরাট গুরুত্বপূর্ণ নয়। কিন্তু পারস্পরিক বিশ্বাসটা খুব দরকার।
তিনি জানিয়েছেন জানুয়ারি মাসের শেষেই আসন সংক্রান্ত চূড়ান্ত বোঝাপড়া হয়ে যাবে। তবে সূত্রের খবর, জেডিএস চারটি আসন চেয়েছে। সেগুলি হল হাসান, মান্ডিয়া, কো🧸লার ও তুমাকুর🌟ু। তবে শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কতগুলি আসন জুটবে সেটাই দেখার।
তবে শুধু🎐 আসন সমঝোতা সংক্রান্ত ব্যাপার নয়, রাজ্য রাজনীতি সংক্রান্ত নানা বিষয় নিয়ে তജাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এদিকে আগামী দিনে ভোটে জিতে সংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ারও আশা ক্রমশ উজ্জ্বল হচ্ছে কুমারস্বামীর। সেক্ষেত্রে রাজ্যে রাজনীতি থেকে তিনি ক্রমেই জাতীয় রাজনীতিতে প্রবেশ করতে পারেন বলে খবর।
এদিকে তাঁর পুত্র 🔯নিখিল কুমারস্বামীকে ভোটে দাঁড়ানোর টিকিট দেওয়া হবে কি না সেই ♔প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, মানুষ চাইলেও এনিয়ে এখনই কোনও পরিকল্পনা নেই।