উৎপল পরাশর
সীমান্ত নিয়ে দীর্ঘদিনের ঝামেলা। আর সেই ঝামেলা মেটাতে এবার অসম ও অরুণাচল সরকার যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট মন্ত্রীর তত্ত্ববধানে জেলাস্তরে কমিটি তৈরি করা হবে। অসম ও মেঘালয় যেভাবে সময়ের টার্গেট ধরে সমস্যা মিটিয়েছে সেভাবে মেটানো হবে অসম ও অরুণাচলের মধ্যের 🐻সমস্যা।
বুধবার গৌহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ও অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্দুর মধ্যে বৈঠকের পরে এব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, জেলা স্তরে কমিটি তৈরির করার ব্যাপারে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি। জেলাস্তরের ওই কমিটি বিতর্কিত জায়গাগুলি পরিদর্শন করবে। জায়গাগুলির ঐতিহাসিক, জনজাতি ভিত্তিক গুরুত্বগুলি বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে অরুণাচলের মুখ্যমন্ত্রীর তরফে জ💃ানানো হয়েছে, মিটিং অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে। গত জানুয়ারি মাসে দুই রাজ্যের মু🍸খ্যমন্ত্রীর মধ্যে এনিয়ে আলোচনা হয়েছিল। এরপর ফের দ্বিতীয়বার এনিয়ে কথাবার্তা হল।
অরুণাচলের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, দুপক্ষের মধ্যে এই আলোচনা অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীꦯ অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার ইতিবাচক ভূমিকার জন্য তাঁদের কাছে কৃতজ্ঞ।
অসমের সীমান্ত বিষয়ক মন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, মেঘালয়ের ক্ষেত্রে যে ফর্মুলা প্রয়োগ করা হচ্ছে সেটাই এখানে পালন করা হবে। মোটামুটি সীমান্ত সংলগ্ন ১২৩টি গ্রাম নিয়ে সমস্যা রয়েছে। প্রতি রাজ্যে ১২টি করღে কমিটি তৈরির সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি বিতর্কিত জায়গায় যৌথভাবে যাবে। এরপর তারা সমস্যা মেটানোর চেষ্টা করবে।