গোয়ায় আয়োজিত দু'দিন ব্যাপী সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে পা রেখেছেন চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং। ৪ থেকে ৫ মে চলা এই বিদেশমন্ত্রীদের বৈঠকের আগে, আলাদা করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন চিনের বিদেশমন্তꦍ্রী। দুই রাজনৈতিক ব্যক্তিত্বের বৈঠকে স্বভাবতই উঠে আসে, লাদাখ সংক্রান্ত সীমান্ত সুরক্ষা প্রসঙ্গ।ꦉ সেই নিরিখে স্থিতাবস্থা ও শান্তির দিকে প্রয়াস জারি রাখার বার্তা দেন কিন গ্যাং। তবে ৫ মে ভারতের বিদেশমন্ত্রী এই ইস্যুতে অন্য সুরে কথা বলেন।
উল্লেখ্য, ভারতে এসসিও বৈঠকে বিদেশমন্ত্রীদের বৈঠক শেষ করে কিন যাবেন পাকিস্তানে। তার আগে, চিনের বিদেশমন্ত্রী বলেন, ‘ … বর্তমানে ভারত চিন সীমান্তের পরিস্থিতি সাধারণত স্থিতিশীল।’ এছাড়াও তিনি বলেছেন, ‘ উভয় পক্ষ♉ের উচিত দুই দেশের নেতাদের দ্বারা উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা’। তিনি আরও বলেছিলেন,' প্রাসঙ্গিক চুক্তিগুলি কঠোরভাবে মেনে চলা, সীমান্ত পরিস্থিতি আরও শীতল ও সহজ করার জন্য জোর দেওয়া। যাতে সীমান্তে শান্তি বজায় থাকে।' তবে ৫ মে বিকেল গড়াতেই সাংবাদিকদের মুখোমুখি হল এস জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী কার্যত সাফ ভাষায় জানান,' ইস্যু হল সীমান্ত এলাকায়, সীমানা বরাবর অস্বাভাবিক অবস্থান রয়েছে। আমরা এটা নিয়ে খুব খোলামেলা আলোচনা করেছি।' কার্যত দুই দেশের বিদেশমন্ত্রীদের তরফে এদিন লাদাখ ইস্যুতে ভিন্ন মতো পোষণ করা হয়েছে।
( ‘সন্ত্রাস ইন্ডাস্ট্রির প্রোমোটার…’, 🦩পাক মন্ত্রী বিলাওয়ালকে নিয়ে জয়শঙ্কর যা✨ বললেন)
( বিয়ে বাড়ির ভোজে꧂র মাঝে হনুমানের ঝাঁকের তাণ্ডব! ঘটে গেল মর্মান্তিক কাণ্൩ড)
('প্রিয় নরেন্দ্র', মোদীর উদ্দেশে হিন্দিতে টুইট ম্যাক্রোঁর, আমন্ত্রণ ফ্꧟রান্স থেকে)
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘ডিসএনগেজমেন্ট প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এটা খুব স্পষ্ট করে দিয়েছি, 🔜জনসমক্ষেও বলেছি, ভারত চিন সম্পর্ক স্বাভাবিক নয়, এটা স্বাভাবিক হবে না, যতক্ষণ সীমান্তে শান্তি ও স্বস্তি বিঘ্নিত হচ্ছে।’ এর আগে , লাদাখ নিয়ে দুই দেশের সেনার অষ্টাদশ বৈঠকে একাধিক বিষয় আলোচিত হয়। সেখানে দুই দেশের সেনা এক যোগে সম্পর্কে থাকবে বলেও সিদ্ধান্ত গৃহিত হয়।
এই খবরটি আপনি পডꦆ়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক