ভারত সফরের প্রথম দিনে গুজরাতে পা রাখেন বরিস জনসন। সেখানে আজ প্রথমেই সবরমতী আশ্রমে গিয়ে মহাত্মা গান্ধীকে স্মরণ🐲 করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর নিজের ঠাসা কর্মসূচির মাঝেই গুজরাত তথা ভারতের অন্যতম নামকরা শিল্পপতি গৌতম আদানির সঙ্গে সাক্ষাত করেন বরিস জনসন। বরিস জনসনের সঙ্গে নিজের একটি ছবি টুইট করেন গৌতম আদানি। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর গলায় ফুলে♔র মালা ঝুলতে দেখা যায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি টুইট করে গৌতম আদানি ক্যাপশনে লেখেন, ‘গুজরাত সফরকারী যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী বরিস জনসনকে আদানি সদর দফতরে স্বাগত জানাতে পেরে সম্মানিত। পুনর্নবীকরণযোগ্য, সবুজ এইচ২ এবং নতুন শক্তির উত্সর উপꦡর ফো🅘কাস করার পাশাপাশি জলবায়ুর মতো এজেন্ডাকে সমর্থন করতে পেরে আমরা আনন্দিত। এছাড়াও প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি সহ বেশ কিছু খাতে যুক্তরাজ্যের কোম্পানিগুলির সাথে কাজ করবে আদানি গোষ্ঠী।’
উল্লেখ্য, আজকে গুজরাতে দিনব্যাপী কর্মসূচি ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। আদানির সঙ্গে বৈঠক ছাড়াও পঞ্চমহল জেলার হালোলের কাছে ব্রিটিশ নির্মাণ সরঞ্জাম উত্পাদনকারী স💝ংস্থা জেসিবি-র একটি কারখানায় যান বরিস জনসন। উল্লেখ্য, ভারতের স্বাধীনতার পর কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী গুজরাতে পা রাখেননি। সেই অর্থে এবারের ভারত সফরে ইতিহাস গড়েন বরিস। বরিস আজ গান্ধীর সবরমতী আশ্রমে যান এবং গান্ধীর নীতির প্রশংসা করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে গান্ধীর লে🅰খা বিরল একটি বইও উপহার হিসেবে তুলে দেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সবরমতী আশ্রমের ‘ভিসিটরস বুকে’ এদিন বরিস লেখেন, ‘এই অসাধারণ মানুষটির আশ্রমে আসা একটা বিশাল বড় সৌভাগ্যের বিষয়।’