লোকসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সব দল। দফায় দফায় বৈঠক, আলোচনার মাধ্যমে লোকসভা নির্বাচনে নিজেদের রণনীতি ঠিক করছে রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠক🦋 হয়েছে। তাতে অংশগ্রহণ করেছিলেন–কংগ্রেস সভাপতি মলꦗ্লিকার্জুন খগড়ে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বহু নেতা। এখনও পর্যন্ত বিরোধী জোটে ২৮ টি রাজনৈতিক দল যোগ দিলেও মায়াবতীর বিএসপি এই জোটের বাইরে রয়েছে। ঠিক সেইসময় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিএসপি সাংসদ শ্যাম সিং যাদব।
আরও পড়ুন: রাহুল নন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ খাড়গে, প্রস্তাব মমতার, কী বলছেন ꧋শরিকরা?
কী বলেছেন বিএসপি সাংসদ?
শ্যাম সিং যাদব মঙ্গলবার বলেছেন, ইন্ডিয়া জোটে বিএসপির যোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘যদি আমাকে জিজ্ঞাসা করཧা হয় তবে আমি খুব স্পষ্টভাবে বলব যে আমার দলেরও ইন্ডিয়া জোটে যোগ দেওয়া উচিত। এটা আমি মনে করি। তবে বিএসপি সুপ্রিমো যা মনে করবেন তাই করবেন, আমরা তাঁর সিদ্ধান্তই মেনে নেব।’
শ্যাম সিং যাদব আরও বলেন, এটা আমার ব্যক্তিগত মতামত যে বিএসপি ভারতের জ🌱োটের অংশ হওয়া উচিত। সব দল একসঙ্গে নির্বাচনে লড়লে আমরা উত্তরপ্রদেশে ভ💛ালো লড়াই দিতে পারব তাতে কোনও সন্দেহ নেই।’ প্রসঙ্গত, বিএসপি সাংসদ এই মন্তব্য করলেও দলের সুপ্রিমো মায়াবতী ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে তিনি লোকসভা নির্বাচনে এনডিএ বা ভারতে যোগ দেবেন না। বিএসএপি একাই নির্বাচনে লড়বে।