শনিবার সংসদে স্বাধীন ভারতের ইতিহাসে দীর্ঘতম বাজেট ভাষণ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট ভাষণ দিতে গিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েন মন্ত্রী যে ভাষণের শেষ ২ পাতা তিনি পড়ে শেষ করতে পারেনি নি। নির্মল💞া সীতারমণের এই বাজেট ভাষণের দৈর্ঘ্য আজকের যুগের সিনেমাকেও হার মানাবে! মনে করেণ বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। কারণ এখন আর কোনও হিন্দি বা বাংলা ছবির সময়সীমাও আড়াই ঘন্টা পার করে না।
এদিন টুইট বার্তায় নুসরত বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, 'একটা চলচ্চিত্রের সময়সীমার থেকেও দীর্ঘ বাজেট বক্তৃতাও দেশের অর্থনৈতিক উন্নয়ন বা বেকার সমস্যা সমাধানে কোনও সঠিক পথ বাতলে দিতে পারল না। সরকার আরও একবার কৃষকদ🧜ের উপেক্ষা করল। এলআইসি, বিএসএনএল,এয়ারইন্ডিয়া, ভারতীয় রেলওয়ের দুরাবস্থা থেকে খারাপ লাগছে'।
গত বছর ২ ঘণ্টা ১৭ মিনিটের বাজে𝕴ট ভাষণ দিয়েছিলেন সীতারমণ। এই বছর নিজেই নিজের রেকর্ড ভেঙেদিলেন সীতারমণ।
বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইট বার্তায় মমতা জানান, 'এই বাজেটে আমি হতভম্ব৷ সব ঐতিহ্যশালী এ☂বং জনগণের প্রতিষ্ঠান কেন্দ্র সরকার যেভাবে ধ্বংস করছে তা আমাকে অবাক করছে৷ নাগরিকদের আর্থিক ন♏িরাপত্তা শেষ৷ এটা কি একটা যুগেরও শেষ?'
এদিন জীবন বিমা নিগম (LIC)-তে নিজেদের সত্ত্বের একাংশ বিক্রি করার কথা ঘ🧸োষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স♈েই প্রসঙ্গেই মমতার এই টুইট।
সীতারম𒊎ণ তাঁর বাজেট ভাষণে জানিয়েছেন, ‘LIC-তে সরকারের সত্ত্বের একাংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ব্যাঙ্ক নয় এমন আর্থিক সমস্যার হাতে বিতরণযোগ্য টাকার সমস্যা মেটাতে প্রক্রিয়া তৈরির কথা ঘোষণা করেছেন তিনি। সেজন্য সরকারের মালিকানার অংশ বাজারে শেয়ার হিসা꧂বে ছাড়বে কেন্দ্রীয় সরকার।