জিএসটি চালু হওয়ার পরে তার সুফল ভোগ করছে গৃহস্থ। শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী এই দাবি জানিয়ে বলেন, এর জের🍃ে বর্তমানে গড় মাসিক খরচ ৪% কমেছে মধ্যবিত্তের।
এ দিন তাঁর বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, ‘জিএসটি এক ঐতিহাসিক পরিকাঠামোগত সংস্কার যা দেশের অর্থনৈতিক সংহতি গড়ে তুলতে সহায়ক হয়েছে। তার জেরে বর্তমানে গড়পড়তা সংসারে মাসিক খরচ ৪% কমেছে। জিএসটি চালু হওয়ার পরে গ্রাহকদের এক লাখ কোটি ট﷽াকা লাভ হয়েছে, ইন্সপেক্টর রাজ প্রথার অবসান ঘটেছে এবং পরিবহণ ক্ষেত্র উপকৃত হয়েছে।'
Budget 2020 Live Updates: কর কাঠামোয় পরিবর্তন সরকারের
নিজের পেশ করা দ্বিতীয় বাজেটে অর্থমন্ত্রী স্বীকার করেছেন যে, গোড়ায় বিবর্তনগত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল জিএসটি। তবে তার জেরে গত ২ বছরে ৬০ লাখ নতুন করদাতা সংযুক্ত🎃 হয়েছে। কর আয়কর রিটার্নের পরিকাঠামো সংস্কার করে সহজতর করা হবে বলেও তিনি জানান।
Budget 2020-Non-Gazetted সরকারি চাকরির জন্য অভিন্ন পরীক্ষার ঘোষণা
শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, ২০১৭ সালে নতুন কর পরিকাঠামো চালু করার পরে জিএসটি বাবদ এই নিয়ে🌌 দ্বিতীয় বার মাসিক সংগৃহীত করের পরিমাণ ১.১ লাখ কোটির সীমা ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি, এই নিয়ে ছয় বার কর সংগ্রহের পরিমাণ এক লাখ কোটি টাকার গণ্ডি অতিক্রম করেছে বলেও জানিয়েছেন সীতারমন।
এ দিন বাজেট ভাষণে অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘২০১৪-২০১৯ সাল পর্যন্ত প্রশাসনে আমূল পরিবর্তন এনেছে সরকার। 🍌এই বাজেট মানুষের আশা পূর্ণ করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে।’