ইঞ্জিনিয়ারিংয়ে কর্মসংস্থান বাড়াতে রাজ্য সরকারি প্রকল্পে সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারদের ইন্🔯টার্নশিপ চালু করার পরিকল্পনা করল কেন্দ্র।
প্রতি বছর দেশে কয়েক লাখ ইঞ্জিনিয়ার পাশ করে বেরোলেও তাঁদের মধ্যে অল্প সংখ্যকেরই কর্মসংস্থান হয়ে থাকে। যে কারণে বর্তমানে ꦅভারতে ৮ লাখ পাশ করা ইঞ্জিনিয়ার থাকলেও তাঁদের ৬০% এখনও পর্যন্ত বেকার রয়েছেন। এই তথ্য জানা গিয়েছে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন সূত্রে।
কেন্দ্রীয় বাজেটে কর্মহীন ইঞ্জিনিয়ারদের রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় শিক্ষামবীশ হিসেবে নিয়োগের ব𝓀িষয়ে ভাবনাচিন্তার জন্য সরকারকে স্বাগত জানিয়েছেন অনেকে।
LIC-তে নিজেদের মালিকানা আংশিক বিক্রি করবে সরকার, বাজারে ছাড়বে শেয়ার
সদ্য পাশ করে বের হওয়া ইঞ্জিনিয়াররা তাঁদের এই সু🤪যোগ কাজে লাগিয়ে ভবিষ্যতে সফল কেরিয়ার গড়তে পারবেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
তবে কারও কারও মতে, চাহিদা ও জোগানের নিক্তিতে বিচার করলে ইঞ্জিনিয়ার সারা ভারতে সরকারের এই পরিকল♒্পনা বাস্তবায়িত হওয়া মুশকিল।
পাশাপাশি, রাজ্য সরকার পরিচালিত প্রকল্প ও সংস্থায় এখনও পর্𒈔যন্ত ইন্টার্নশিপ প্রক্রিয়া চালু না থাকাতেও পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার মুখে সমস্যা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ।