শহরাঞ্চলে বৈদ্যুতিন গাড়ির ব্যবহারকে প্রশ্রয় দিতে ব্যাটারি অদলবদল নীতি প্রণয়ন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সাধারণ বাজেটে এই ঘোষণ🦹া করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এর ফলে দেশে কার্বন নিঃসরণ ক𓄧মানো যাবে বলে জানিয়েছেন তিনি।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘গণপরিবহণের দিক বদল করতে শহরাঞ্চলে জীবাস্ম জ্বালানিমুক্ত বিশেষ গতিবিধি অঞ্চল তৈরি করবে কেন্দ্রীয় সরকার। শহরাঞ্চলে জায়গার অপ্রতুলতার কথা মাথায়꧃ রেখে ব্যাটারি অদলবদল নীতি প্রণয়ন করা হবে।’
শহরাঞ্চলে কার্বন নিঃসরণ কমাতে ইতিমধ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে এই নীতি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই নীতি কার্যকর হলে বৈদ্যুতিন যান চার্জিংয়ের ঝঞ্ঝাট এড়ানো যাবে। সরাসরি যে কোনও ব্যাটারি কেন্দ্রে গিয়ে গাড়িতে লাগানো ব্যাটারিটি জমা দিয়ে চার্জ দেওয়া একট🎉ি ব্যাটারি গাড়িতে লাগিয়ে নেওয়া যাবে। এর ফলে বর্তমানে জীবাস্ম জ্বালানি চালিত গাড়ির মতোই ব্যবহার করা যাবে বৈদ্যুতিন গাড়িগুলিকে।
বর্তমান প্রযুক্তিতে বৈদ্যু🍸তিন গাড়ি থেকে ব্যাটারি খোলা যায় না। ফলে গাড়ির ব্যাটারির চার্জ কমে গেলে সেটিকে কোনও চার্জিং স্টেশনে নিয়ে যেতে হয়। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় চার্জিংয়ের জন্য।