প্রবল প্রত্যাশা ছ▨িল। কিন্তু দেড় ঘণ্টার বাজেট বক্তৃতায় নিটফল হল শূন্য। যাবতীয় আশা ভেঙে চুরমার হয়ে গেল ব্যক্তিগত করদাতাদের। আয়কর কাঠামোর কোনও হেরফের করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই পরিস্থিতিতে কত টাকা আয়ে কত টাকা কর দিতে হবে,💦 তা দেখে নিন নয়া এবং পুরনো কর কাঠামোর তুলনার মধ্যে দিয়ে।
পুরনো কর কাঠামো
২০১৪ সালের পর আর ব্যক্তিগত আয়করের কাঠামো পরিবর্তিত হয়নি। প্রথম নরেন্দ্র মোদী সরকারের প্রথম বাজেটে করবিহীন আয়করের স🎐ীমা দু'লাখ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লাখ করা হয়েছিল𝔉।
কত টাকা বার্ষিক আয় হলে কত টাকা কর দিতে হয়?
১) ০-২.৫ লাখ – কোনও কর দিতে হয় না।
২) ২.৫ লাখ-৫ লাখ – ৫ শতাংশ।
৩) ৫ লাখ-৭.৫ লাখ – ১৫ শতাংশ।
৪) ৭.৫ লাখ-১০ লাখ – ২০ শতাংশ।
৫) ১০ লাখের বেশি - ৩০ শতাংশ।
বাজেট (Budget 2022) সংক্রান্ত যাবতীয় খবর দেখতে ক্লিক করুন এখানে
নয়া কর কাঠামো (ঐচ্ছিক)
২০২০ সালে নয়া কর কাঠামো চালু করা হয়।🌠 সেই নয়া কর কাঠামোয় কার্যত কোনও করছাড় (প্রভিডেন্ট ফান্ড, গৃহঋণ, জীবনবিমা, স্বাস্থ্যবিমার মতো বিষয়) পাওয়া যায় না।🀅 মেলে না হাউজ রেন্ট অ্যালোয়েন্স বাবদ ছাড়ও। তবে সেই কর কাঠামো বাধ্যতামূলক করা হয়নি। অর্থাৎ যাঁরা পুরনো কর কাঠামোয় থাকতে চান, তাঁরা পুরনো কাঠামো মোতাবেক কর দিতে পারবেন।
কত টাকা বার্ষিক আয় হলে কত টাকা কর দিতে হয়?
১) ০-২.৫ লাখ – কোনও কর দিতে হয় না।
২) ২.৫ লাখ-৫ লাখ – ৫ শতাংশ।
৩) ৫ লাখ-৭.৫ লাখ – ১০ শতাংশ।
৪) ৭.৫ লাখ-১০ লাখ – ১৫ শতাংশ।
৫) ১০ লাখ-১২.৫ লাখ – ২০ শতাংশ।
৬) ১২.৫ লাখ-২৫ লাখ – ২৫ শতাংশ।
৭) ১৫ লাখের বেশি – ৩০ শতাংশ।
এমনিতে নয়া কাঠামোয় করের হার কমানো হলেও (ক্ষেত্রবিশেষে কমেছে) করদাতারা পুরনো কর কাঠামোর আওতায় থাকতেই স্বচ্ছন্দ বোধ করছেন বলে মত বিশেষজ্🐟ঞদের। সেই পরিস্থিতিতে একটি মহলের তরফে দাবি কর𝓰া হচ্ছিল, আরও বেশি করদাতাকে নয়া কর কাঠামোয় আনতে বাড়তি সুযোগ-সুবিধা প্রদান করার বিষয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র। যদিও সেই আশা পূর্ণ হয়নি।